শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নিজেকে ইমাম মাহদী দাবি করা মাদরাসা শিক্ষক কারাগারে হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি

ঝিনাইদহে মিম হত্যা : ৯ মাসেও গ্রেফতার হয়নি কেউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jhinaidahখালিদ হহাসান, ঝিনাইদহ থেকে : ঝিনাইদহ সদর উপজেলার ওয়াড়িয়া গ্রামের স্কুলছাত্রী মিম খাতুন হত্যাকান্ডের ৯ মাস পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এমনকি উদ্ধার করতে পারে নি কোনো ক্লু।
এদিকে দীর্ঘ সময়ে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার করতে না পারায় হতাশ হচ্ছেন নিহতের পরিবার। হত্যাকারীদের শাস্তি ও মামলার ভবিষ্যত নিয়েও চিন্তিত নিহতের পরিবার। তবে পুলিশ মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করে যাচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের ওয়াড়িয়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে মিম খাতুন গত বছরের ৩০ অক্টোবর সন্ধ্যায় প্রতিবেশী হুজুর আলীর বাড়িতে মিলাদ শুনতে বাড়ি থেকে বের হয়। মিলাদ শেষে বাড়িতে ফিরে না আসলে খোঁজাখুঁজি শুরু করেন মিমের পরিবারের লোকজন। পরদিন ৩১ অক্টোবর দুপুরে গ্রামের চিত্রা নদীর পাড়ে একটি মেহগনি বাগানে মীমের মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামের লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠায়।
নিহতের বাবা ইকবাল হোসেন জানান, মিম হত্যাকাণ্ডের বিষয়ে গত ১৩ই ডিসেম্বর ঝিনাইদহ বিজ্ঞ আমলি ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৭২৭/১৫। কিন্ত দীর্ঘ সময়েও এই হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার, হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে মামলার নতুন তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক হোসেন জানান, মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত ঘটনা উদ্ধার এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ