মোস্তফা ওয়াদুদ : গুলশান, শোলাকিয়া ও মসজিদে নববীতে সন্ত্রাসী হামলা ও জুমায় নজরদারির নামে আলেম-উলামার কণ্ঠ স্তব্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে আজ বাদ জোহর প্রেসক্লাব প্রাঙ্গণে যুব জমিয়ত ঢাকা মহানগরীর উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন যুব জমিয়ত ঢাকা মহানগর সভাপতি মুফতি জাবের কাসেমী। উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মুফতি মুঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুব জমিয়ত সভাপতি মুফতি শরফুদ্দীন ইয়াহইয়া কাসেমী, যুব জমিয়তের সাধারণ সম্পাদক গোলাম মাওলাসহ কেন্দ্রীয় ও মহানগর জমিয়ত নেতৃবৃন্দ।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মুঞ্জুরুল ইসলাম বলেন, দেশ আজ গভীর ষড়যন্ত্রের স্বীকার। বিদেশী পরাশক্তি স্বাধীন বাংলাদেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এমতাবস্থায় দেশের সরকার, রাজনীতিবিদ ও জনগণ দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভাপতির ভাষণে মুফতি জাবের কাসেমী বলেন, ইসলাসে সন্ত্রাসের কোনো স্থান নেই। এদেশের আলেম -উলামা, তৌহিদী জনতা সর্বদাই সন্ত্রাসের বিরোধিতা করে আসছে। সামনেও বিরোধিতাই করে যাবে ইনশাআল্লাহ।
মানববন্ধন পরিচালনা করেন যুব জমিয়ত ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক তোফায়েল গাজালী।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ