শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

জিব্রাইলের আ. এর সাথে সৌদি ইমামের সাক্ষাৎ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iamam-saudiআবিদ আনজুম : সৌদি আরবের আছির প্রদেশের খামিশ মুশায়াত শহরের প্রধান ইমাম আহমদ আল হাওয়াশি দাবি করেছেন তার সঙ্গে ফেরেশতা জিবরাইল আ. এর সাক্ষাৎ হয়েছে। তার পেছনে জিবরাইলসহ এক দল ফেরেশতা নামাজও আদায় করেছেন।

আহমদ আল হাওয়াশি দাবি করেছেন, নামাজ শেষে তিনি ফেরেশতাদের সঙ্গে সাক্ষাতও করেন। এ সময় তিনি ফেরেশতাদের উদ্দেশে সালামও দিয়েছেন।

খবরটি সোশাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছে। বিষয়টি নজরে পড়ে সর্বোচ্চ প্রশাসনের। এরপরই আছির রাজ্যের আমির প্রিন্স ফয়সাল বিন খালিদ জ্যেষ্ঠ আলেমদের নিয়ে একটি কমিটি করে ইমামের বিষয়ে তদন্ত করার নির্দেশ দেন।

পরে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, লাইলাতুল কদর শেষ রমজানের কোনো এক বেজোড় রাতেই পড়ে। ওই ইমামের দাবি অনুযায়ী সেই মহিমান্বিত রাত্রি ২৯ রমজানেই পড়ে এমন কোনো বাধ্যবাধতা নেই।

বিবৃতিতে আরো বলা হয়, কমিটি শেষ পর্যন্ত ইমাম আহমদ আল হাওয়াশিকে বিষয়টি বুঝাতে সক্ষম হয়েছে। তিনি অঙ্গীকার করেছেন, ভবিষ্যতে এমন কোনো বক্তব্যের পুনরাবৃত্তি করবেন না।

তবে আল হাওয়াশি জোর দিয়ে বলেছেন, ফেরেশতাদের সাথে সাক্ষাতের বিষয়টি সঠিক। তার সাথে জিব্রাইল ও আরো কয়েকজন ফেরেশতার সাক্ষাৎ হয়েছে, তিনি তাদের সাথে মুসাফাহা করেছেন। আর ইসলামে ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ অনুমতি রয়েছে।

এর প্রমাণ হিসেবে হাওয়াশি বলেন, রাসুলের সা. এর সাথে জিবরাইল আ. সাক্ষাৎ করতেন।

simam

সূত্র: সৌদি গ্যাজেট


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ