শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নিজেকে ইমাম মাহদী দাবি করা মাদরাসা শিক্ষক কারাগারে হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি

পথশিশুদের সঙ্গে 'অবাক' এর ঈদ উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

PicsArt_07-07-08.02.11মুহা. মাহবুবুর রহমান : অধিকার বঞ্চিত পথশিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় তারুণ্যদীপ্ত মানবাধিকার সংস্থা "অধিকার বাস্তবায়ন কমিটি- অবাক"। পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী ঈদের জামাত শেষ করে পথশিশুদের সাথে ঈদ উৎযাপনে নেমে পড়েন অবাকের সর্বস্তরের নেতৃবৃন্দ।

রাজধানীর পল্টন গুলিস্তান, বাইতুল মোকারমসহ দেশের বিভিন্ন স্থানে রাস্তায় থাকা এসব বঞ্চিত মানুষদের আর্থিক সহায়তা করে অবাক। দিনের প্রথম প্রহরে এসব পথশিশুদেরকে ভালো খাবারের ব্যবস্থা করে সংগঠনটি। এসময় পথশিশুদের মুখে ছিলো নির্মল হাসিঁ। তাদের এই হাসিঁতেই যেন আয়োজনের স্বার্থকতার মর্মকথা হিসেবে ফুটে ওঠে।

পরে নেতৃবৃন্দ শিশুদের নিয়ে আনন্দমুখর ক্রিকেট ম্যাচ আয়োজন করে। খেলাধূলার এ আয়োজনে পথশিশুদের মধ্যে ব্যাপক উৎফুল্লতা দেখা যায়। খেলার পরে তাদেরকে নিয়ে বিভিন্ন স্পটে ঘুরতে বের হন নেতৃবৃন্দ।

এ সময় শিশুদের ফুচকা, চটপটি, আখের রস, কেক, শরবত, চিপস ইত্যাদি খাওয়ানো হয়।
ঈদে এসব মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে নিজেদের খুব ভাগ্যবান মনে করছে অবাক নেতৃবৃন্দ।

শেষে এসব শিশুদের আর্থিক অনুদান এবং সবসময় অধিকার বঞ্চিতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আয়োজন সমাপ্ত করা হয়। উল্লেখ্য, অবাক চেয়ারম্যান কাযী আখতারুজ্জামান ও সদস্যসচিব এইচএম সানাউল্লাহর নিবিড় তত্ত্বাবধানে প্রোগ্রামটি পরিচালনা করেন অর্থসচিব শেখ মুহাম্মাহ মাহবুবুর রহমান।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ