শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নিজেকে ইমাম মাহদী দাবি করা মাদরাসা শিক্ষক কারাগারে হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সম্মানে পুলিশের ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

TANA IFTARএহসান বিন মুজাহির: মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বলেছেন, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মুলে পুলিশ প্রশাসন যেভাবে ভূমিকা রাখছে তেমনি ভূমিকা রাখছেন সাংবাদিকরাও। সাংবাদিকরা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন ও লেখনীর মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাস-নৈরাজ্য, জঙ্গিবাদ দমনে পুলিশ প্রশাসনের পাশাপাশি সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সাংবাদিকদের আরও এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার বিকালে শ্রীমঙ্গল থানার কম্পাউন্ডে শ্রীমঙ্গল থানার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উদ্যোগে শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সম্মানে মঙ্গলবার শ্রীমঙ্গল থানা কম্পাউন্ডে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ইফতার পূর্ববতী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ আনোয়ারুল হক, মৌলভীবাজার জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোল্লা মোহাম্মদ শাহীন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, ইসমাঈল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী প্রমুখ।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন-সাপ্তাহিক খোলাচিঠির সরফরাজ আলী বাবুল, দৈনিক আলোকিত বাংলাদেশের মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ ছয়েদ আহমদ, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এমএ রাকিব, দৈনিক খোলা চিঠির ইয়াসিন আরাফত রবিন, দৈনিক জনতার শ্রীমঙ্গল প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক ইনকিলাব শ্রীমঙ্গল প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম, দৈনিক সংগ্রামের শ্রীমঙ্গল প্রতিনিধি আব্দুর রব, সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মুজাহির, সৈয়দ আমিরুজ্জামান, সাংবাদিক কাওছার ইকবাল, সাংবাদিক মামুন, এম এ মুসলিম চৌধুরী, রুবেল আহমদ, সালাহ উদ্দনি, লিটন আহমদ, আলতাফুর রহমান মাহফুজুর রহমানসহ শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ