মিনহাজ উদ্দীন, শেরপুর প্রতিনিধি: সৌদি আরবসহ আরব আমিরাতের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে বুধবার শেরপুরের ৭ টি গ্রামে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। জেলার ৫ টি উপজেলার ৭টি গ্রামে প্রায় ৩ হাজার মুসল্লি আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।
শেরপুর সদরের চরখারচর, মুন্সীরচর, বামনের চর, ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও চিনামারা সহ ৭টি স্থানে পৃথকভাবে আজ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল ৮ টা থেকে ১০ টার মধ্যে পৃথক এসব স্থানে মুসল্লীরা পবিত্র ঈদের নামাজ আদায় করেছেন। প্রত্যেকটি ঈদের জামাতে দুইশ থেকে তিনশ জনের মতো মুসল্লী অংশ নিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
বরাবরের মত এবারো ঈদের নামাজের বড় জামাত দুটি অনুষ্ঠিত হয়েছে সকাল আটটায় বনগাও চতল ও নন্নী মধ্যপাড়ায়। এসময় নন্নী মধ্যপাড়ায় পরুষদের পাশাপাশি পর্দার আড়ালে মহিলারাও অংশ নেন।
দেশের আরো ২৫টি জেলার অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানগণ সর্বপ্রথম চাঁদ দর্শনের ভিত্তিতে প্রতি বছরই মাহে রমজানুল মুবারক, পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আযহাসহ ধর্মীয় সকল উৎসবাদি পালন করে থাকেন। আরব বিশ্বসহ পৃথিবীর প্রায় ৬৫টি দেশে পবিত্র পবিত্র ঈদুল ফিতর পালিত হবে বুধবার।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস