এম কে নুরুদ্দীন, ফটিকছড়ি প্রতিনিধি : মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ফটিকছড়ি প্রেস ক্লাব। রোববার ফটিকছড়ি উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট উত্তম কুমার মহাজন, ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ আবু ইউসুফ মিয়া, ভূজপুর থানার ওসি একেএম লেয়াকত আলী, বাগানবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রুস্তুম আলী, ভূজপুর ইউপি চেয়ারম্যান মাওলানা শফিউল আলম নূরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আকরাম হোসেন, নাজিরহাট হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল আলমের সঞ্চালনায় এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, কর্ণফুলী চা বাগানের সাবেক ব্যবস্থাপক সরোয়ার কামাল চৌধুরী, ফটিকছড়ি জামেউল উলমু ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ ইব্রাহিম কাসেম আল কাদেরী, গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা সদস্য সোহরাব জব্বার চৌধুরী, অধ্যক্ষ মুহাম্মদ সেলিম জাহাঙ্গীর, উপজেলা তরিকত ফেডারেশনের আহবায়ক শাহজাদা বেলাল উদ্দীন শাহ, সদস্য সচিব মুহাম্মদ আলমগীর আলম, শিক্ষাবিদ অধ্যাপক ইলিয়াছ তালুকদার, স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মাসিক ফটিকছড়ি সংবাদ সম্পাদক আহমদ আলী চৌধুরী, ফখরুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ আবু এখলাছ ঝিনুক, ইকবাল হোসেন মঞ্জু, এসএম মোরশেদ মুন্না, সৈয়দ মোহাম্মদ মাসুদ, মুহাম্মদ দৌলত শওকত, মুহাম্মদ নাসির উদ্দীন, এমরান হোসেন ফরহাদ, আনোয়ার হোসেন ফরিদ ও এম. শাহনেওয়াজ নাজিম প্রমূখ।
ইফতার মাহফিলের প্রধান অতিথি ইউএনও নজরুল ইসলাম বলেন, সাংবাদিকদের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে; তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তার প্রতিফলন ঘটানো উচিত নয়। সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ পেলে সরকার এবং স্থানীয় প্রশাসন তা থেকে অনেক তথ্য-উপাত্ত পেয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। তাই সাংবাদিকদের
দায়িত্বশীলতা সকলে আশা করে।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস