আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে সংবাদ সম্মেলনে মুফতি আব্দুল কাভীর সঙ্গে সেই সেলফির ব্যাখ্যা দিলেন পাকিস্তানের মডেল কান্দিল বিলুচ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি কী করেছি? আল হামদুলিল্লাহ! আমি একজন মুসলমান এবং আমি এ জাতিরই একজন মেয়ে। আমি ফিল্ম ফেইসবুক, হোয়াটস এ্যাপসে যা করি সবার সামনেই করি। এগুলো আপনাদের কাছে খারাপ হতে পারে তবে আমি যা করছি আমার নিকট ভুল নয়।’
তিনি বলেন, আল্লাহ মাফ করুক। আমার কাউকে অপমান করা উদ্দেশ্য নয়। সকল মানুষ এক হয় হয় না, যেমন হাতের পাঁচ আঙ্গুল এক নয়। আমি সকল মুফতিকেই খারাপ বলছি না। তারা তো আজ পর্যন্ত দ্বীনকে জীবিত রেখেছেন । তবে মুফতি আব্দুল কাভী যে ধরণের মানুষ তার মুখোশ উম্মোচন করা ছিল আমার দায়িত্ব। সে বদ্ধরুমে ইসলামের বদনাম করছে। আমি জেনে শুনে মুফতি আব্দুল কবীর বদনাম করিনি। যা কিছু হয়েছে আল্লাহ তায়ালার পক্ষ থেকে হয়েছে। সে সারাজীবন গোনাহ করেছে, মানুষকে বোকা বানিয়েছে আজ সে আল্লাহর পাকরাওয়ে এসেছে। আমি শুধু ওসিলা মাত্র।
সম্প্রতি পাকিস্তানের মডেল কান্দিল বিলুচের সঙ্গে সেলফি তুলে আবারও সমালোচনার মুখোমুখি হন মুফতি আব্দুল কাভী। তিনি শুধু একজন মুফতিই নন, পাকিস্তানের রাজনৈতিক দল পিটিআই এর ওলামা শাখার প্রধানও। তবে এ সেলফিটি জনসম্মুকে প্রকাশ হওয়ার পর তাকে দল থেকেও বহিস্কার করা হয়। সূত্র : ডননিউজ
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস