ঢাকা : গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় ২০ বিদেশি নাগরিকসহ দুই পুলিশ সদস্য নিহতের ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবীব।
তিনি আজ শুক্রবার বার্মিংহাম দারুস সুন্নাহ জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, গুলশানের রেস্তোরাঁয় হামলা করে দেশী-বিদেশী নাগরিকদের জিম্মি করে যারা এই নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে তারা ইসলাম, দেশের ও শত্রু।
এই শত্রুদের বিরুদ্ধে আলেম-ওলামাসহ দেশের সর্বস্তরের নাগরিকদের রুখে দাঁড়াতে হবে।
তিনি আরো বলেন, পবিত্র রমজান মাসে এই বর্বর হামলা ও হতাহতের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিহতদের আত্মার মাগফিরাত ও তাদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর