শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

মানুষের পাশে মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

3b794c38c36342348f92e0720ded9578_18 copyফারুক ফেরদৌস : বাসিমা একজন ফিলিস্তিনি। ইসরাইলি আগ্রাসনে তিনি নিজের জন্মভূমি হারিয়েছেন। গত প্রায় ২২ বছর ধরে তিনি বাস করছেন লেবাননে সাবরা শরণার্থী শিবিরে। পরিবারের খরচ যোগাতে তাকে কঠিন সংগ্রাম করতে হয়েছে। একটি উইমেনস সেন্টারে কাজ পাওয়ার পর তার অবস্থা কিছুটা ভালো। তার সন্তানরা এখন কলেজে যায়। তিনি এখন অন্যান্য দুঃখী মানুষের খোঁজ খবর করেন। তার চেয়েও দুরবস্থায় পড়া মানুষদের সাহায্য করতে চেষ্টা করেন। তার সাথে থাকেন তার দীর্ঘ দিনের বন্ধু নাবিলা। তারা এখন সিরিয়ান শরণার্থীদের জন্য কাজ করছেন। জন্মভূমি, বাড়িঘর সব হারিয়ে আসা সিরিয়ানদের ক্যাম্পে জায়গা করে নিতে সাহায্য করছেন।

উদ্বাস্তুদের এই নতুন মিছিল ক্যাম্পের চেহারা পাল্টে দিচ্ছে। আগে থেকেই শরণার্থীদের তুলনায় ক্যাম্পের অবকাঠামো খুব কম। নতুন শরণার্থীদের কারণে এই সংকট আরো বেড়ে যাচ্ছে।

[caption id="attachment_4516" align="alignleft" width="423"]3f75d5b83ffb4588acc77cc89ce1a018_18 copy দু’জনের বন্ধুত্ব দীর্ঘ আট বছরের[/caption]

২০১১ থেকে চলমান যুদ্ধে গৃহহীন সিরিয়ান শরণার্থীদের আশ্রয় দিতে হিমশিম খেতে হচ্ছে সিরিয়ার সব প্রতিবেশী দেশকেই। সিরিয়ার ক্ষুদ্র প্রতিবেশী লেবাননে আশ্রয় নিয়েছে প্রায় দুই মিলিয়ন সিরিয়ান। এদের অর্ধেকই অনিবন্ধিত। শুধু বেঁচে থাকার জন্য কঠিন সংগ্রাম করতে হচ্ছে জন্মভূমি ছেড়ে আসা মানুষগুলোকে।

বাসিমা বলেন, আমি অনুভব করি এদে রকে আমার সাহায্য করা দরকার। কারণ আমরা যখন এখানে এসেছিলাম তখন আমাদের পরিবারকেও মানুষ সাহায্য করেছিলো। সিরিয়ানদের পাশেও আমাদের দাঁড়ানো উচিত।

 

 

 

সূত্র : আল জাজিরা ইংলিশ

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ