শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নিজেকে ইমাম মাহদী দাবি করা মাদরাসা শিক্ষক কারাগারে হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি

সেরাদের সেরা যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার


qwmiআওয়ার ইসলাম ডেস্ক :
কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদাসিরিল আরাবিয়া বাংলাদেশ এর ৩৯ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলে তাকমিলে মেধাতালিকার শীর্ষে ঢাকা জেলার বাইতুল উলুম ঢালকানগর মাদরাসার মুহাম্মদ কামরুল হাসান। মেধা তালিকায় দ্বিতীয় হয়েছেন নারায়নগঞ্জের জামিয়া রাব্বানিয়া আরাবিয়া’র মুহাম্মদ রাশেদুল ইসলাম।

তাকমীলে বালিকা শাখায় মেধাতালিকার শীর্ষে রামপুরা জাতীয় মহিলা মাদরাসার রাবিবা হুসাইন বুশরা। মেধাতালিকায় দ্বিতীয় হয়েছেন বগুড়া আল জামিয়াতুল আরাবিয়া লিল বানাত মাদরাসার মোচ্ছামত সুমাইয়া তাছনীম।

ফযিলতে মেধাতালিকার শীর্ষে ঢাকার জামিয়া ইসলামিয়া বাইতূন নূর মাদরাসা মুহাম্মদ জাওয়াদ আহমাদ। ফযিলতে দ্বিতীয় ঢাকার বাইতুল উলুম ঢালকানগর মাদরাসা মুহাম্মদ আদনান।

ফযিলত বালিকা শাখায় মেধাতালিকার শীর্ষে ঢাকার রামপুরা জাতীয় মহিলা মাদরাসার মাহিরা। দ্বিতীয় হয়েছেন জামিয়া সাহাবানিয়া দারুল উলুম ঢাকার জান্নাতুন নাঈম সাদিয়া ।

সানাবিয়্যাহ (উচ্চমাধ্যমিক) ছাত্রদের মধ্যে মেধাতালিকার শীর্ষে খুলনার ওমর বিন খাত্তাব (রা.) মাদরাসার সাইয়্যেদ আবু সাঈদ। দ্বিতীয় হয়েছেন কুমিল্লার রাজাপুর জামিয়া ইসলামিয়া মোহাম্মদিয়া মাদরসার মুহাম্মদ কামরুল হাসান।

সানাবিয়্যাহর বালিকা শাখায় প্রথম হয়েছেন ঢাকার মিরপুর মহিলা মাদরাসার মারইয়াম মুবাশশিরা এবং দ্বিতীয় হয়েছেন বরিশালের চরমোনাই জামিয়া রশীদিয়া আহসানাবিদ মহিলা মাদরাসার মোসাম্মত রুকাইয়া।

মুতাওয়াসসিতাহ (নিম্নমাধ্যমিক) ছাত্রদের মধ্যে যৌথভাবে মেধাতালিকার শীর্ষে তিন জন হলেন- গাজীপুরের আল জামিয়াতুল উসমানিয়া দারুল উলুম সাতাইশ মাদরাসার মোজাম্মেল হক, কুষ্টিয়ার আসরাফুল উলুম মাদরাসার হাবীবুর রাহমান এবং মুহাম্মদ মুযযাম্মিল হক। যৌথভাবে দ্বিতীয় হয়েছে ঢাকার জামিয়া রহমানীয়া আরাবিয়া মাদরাসার খালেদ সাইফুল্লাহ এবয কুষ্টিয়ার আশরাফুল উলুম মাদরাসার মুহাম্মদ ইমতিয়াজ মাহমূদ আনাস।

বালিকা শাখায় প্রথম হয়েছেন ঢাকার দারুল উলুম মহিলা মাদরাসার নাজিয়া সুলতানা। দ্বিতীয় হয়েছেন ঢাকার আয়েশা সিদ্দিকা (রা:) মাদরাসার নুসরাত জাহান।

ইবতিদাইয়্যাহ (প্রাইমারি) ছাত্রদের মধ্যে মেধাতালিকার শীর্ষে কুমিল্লা রাজাপুর জামিয়া ইসলামিয়া মুহাম্মাদিয়ার মুহাম্মাদ মাহাদী হাসান । দ্বিতীয় হয়েছেন একই মাদরাসার সানাউল্লাহ।

বালিকা শাখার মেধাতালিকার শীর্ষে ময়মনসিংয়ের মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসার নুসরাত জান্নাত জারীন। যৌথভাবে দ্বিতীয় হয়েছেন কিশোরগঞ্জের হালিমা সাদিয়া মহিলা মাদরসার উম্মে কুলসুম এবং কুমিল্লার আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসার সিরাজাম মুনিরা।
এছাড়া হিফজের ৪২ টি ও ক্বিরাআতের ২টি গ্রুপে পৃথক পৃথকভাবে মেধাতালিকার শীর্ষে রয়েছে অনেকেই।

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ