আওয়ার ইসলাম ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুল শহরের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। এতে প্রথমে অল্প সংখ্যক আহতের খবর পাওয়া গেলেও এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে। সংখ্যাটি বাড়তে পারে বলে জানা গেছে।
ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৯০ জন। যাদেরকে স্থানীয় হাসপাতালগুলোকে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ইস্তাম্বলের আতাতুর্ক বিমানবন্দরে আকস্মিক এই হামলা হয়। হামলাকারীরা প্রথমে গুলিবর্ষণ করে। তারপর বোমার বিস্ফোরণ ঘটায়।পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী একজন জানান, আতাতুর্ক বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে এক সন্ত্রাসী প্রথমে কালাশনিকভ দিয়ে গুলিবর্ষণ করার পর বিস্ফোরণের মাধ্যমে আত্মহত্যা করে।
উল্লেখ্য, তুরস্কের সবচেয়ে বড় বিমানবন্দর আতাতুর্ক। এখান থেকে বহু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করে থাকে। বিমানবন্দরটিতে এ ধরনের হামলার ঘটনা এই প্রথম।
সূত্র : বিবিসি
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর