আওয়ার ইসলাম ডেস্ক : পাকিস্তানে হিজড়াদের বিয়ের বৈধতা দিয়েছে তানজিম ইত্তেহাদ-ই উম্মত নামের ৫০ সদস্যের এক ফতোয়া কমিটি। গত রোববার ২৬ জুন এই ফতোয়া দেয়া হয়।
তবে ফতোয়ায় উল্লেখ করা হয়েছে, কোনো হিজড়া সাধারণ কোনো ব্যক্তিকে বিয়ে করতে পারবেন না।
ফতোয়ায় বলা হয়, নারীর বৈশিষ্ট্য প্রকট এমন একজন হিজড়া পুরুষের বৈশিষ্ট্য প্রকট একজন হিজড়াকে বিয়ে করতে পারবেন। তেমনই পুরুষের বৈশিষ্ট্য প্রকট এমন একজন হিজড়া নারীর বৈশিষ্ট্য প্রকট এমন একজন হিজড়াকে বিয়ে করতে পারবেন।
যেসকল মা-বাবা তাদের হিজড়া সন্তানদের পরিচয় অস্বীকার করে এবং তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করে সরকারের প্রতি ওইসব পিতা-মাতার ব্যপারে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানায় ফতোয়া কমিটি ।
এছাড়া তানজিম ইত্তেহাদ-ই উম্মত আরও বলেছে হিজড়াদের মৃত্যুর পরে আর সকল সাধারণ মুসলিম নর-নারীর মতোই তাদের দাফন করা হবে।
মনে করা হচ্ছে ওই ফতোয়ার পরে দেশটিতে হিজড়াদের বিষয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ