মুফতি আবু সাঈদ যোবায়ের : যে কোন দূর্বলতায় স্যালাইন খুব কার্যকরী এবং জনপ্রিয় একটি প্রতিষেধক। রোগীদের জন্য এটি আরো বেশি প্রয়োজনীয়। রমজান মাসে রোজা রেখে কি স্যালাইন ব্যবহার করা যাবে? এ নিয়ে অনেকে কিছুটা দোটানায় ভোগেন।
ইসলামি স্কলারগণের মতে, রোজা অবস্থায়ও স্যালাইন ব্যবহার করা যাবে। কারণ, স্যালাইন দেয়া হয় রগে। আর রগের মাধ্যমে কোন কিছু দেহে প্রবেশ করলে রোজা ভাঙবে না। তাই রোজা রেখেও স্যালাইন রগের মাধ্যমে স্যালাইন দেয়া যাবে। এতে রোজার কোন অসুবিধা হবে না। তবে, রোজা জনিত দূর্বলতা রোধ করার জন্য স্যালাইন ব্যবহার করা যাবে না। এমনটি করা মাকরুহ। বরং রোজা জনিত দুর্বলতার উপর ধৈর্য ধারন করতে হবে।
মহান আল্লাহ তা’আলা বলেন, রোজা আমার জন্য, এবং আমিই এর প্রতিদান দিব।’ বুখারি শরিফ, হাদিস নং ১৭৭৩।
মূল কথা হল, দূর্বলতার কারনে স্যালাইন ব্যবহার করা যাবে। তবে রোজা জনিত দূর্বলতায় স্যালাইন ব্যবহার করা মাকরুহ।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর