আওয়ার ইসলাম ডেস্ক : চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য্য দাবি করেছেন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার তিনি এই দাবি করেন।
দেবদাস ভট্টাচার্য্য বলেন, নগরের বাকলিয়া এলাকা থেকে এহতেশামুল হক ওরফে ভোলা ও মনির নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে ভোলাকে এবং আজ ভোররাতে মনিরকে গ্রেপ্তার করা হয়। মনিরের কাছে দুটি পিস্তল ও ছয়টি গুলি পাওয়া যায়। এর মধ্যে একটি পিস্তল মাহমুদা হত্যায় ব্যবহৃত হয়েছে।
দেবদাস ভট্টাচার্য্য জানান, ভোলাকে মিতু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। তাকে আজ আদালতে তোলা হবে।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ