আওয়ার ইসলাম ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিতু হত্যাকাণ্ডে পুলিশ সুপার বাবুল আক্তারকে দায়ী করা কিংবা বাবুল আক্তার জড়িত কি না, ‘সে প্রসঙ্গ এখনো আসেনি।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (এসপি) নজরদারিতে আছেন, আমরা কখনো বলিনি।’
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা বাবুল আক্তারের স্ত্রীকে হত্যা করেছে, বাবুলকে তাদের মুখোমুখি করা হয়েছিল। তিনি এদের চেনেন কি না বা হত্যার রহস্য কী, তা উদ্ঘাটনেই এই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কারা তাঁকে হত্যা করেছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তা স্পষ্ট হয়েছে। যারা হত্যা করেছে, তাদের অনেককেই আমরা ধরে ফেলেছি। বাকিদের ধরার প্রক্রিয়া চলছে।’
বাবুল আক্তারকে গত শুক্রবার গভীর রাতে শ্বশুরবাড়ি থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এরপর ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে শ্বশুরবাড়িতে পৌঁছে দেওয়া হয়। তার শ্বশুরবাড়িতেও পুলিশ পাহারা বসানো হয়েছিল, পরে গতকাল সোমবার তা তুলে নেওয়া হয়েছে।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ