শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

13522580_1046259392088048_1711317715_nআওয়ার ইসলাম ডেস্ক : আজ (২৬ জুন) বাদ জোহর লাখো মানুষের উপস্থিতিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়ে গেল দেশের শীর্ষ ইসলামি ব্যক্তিত্ব মাসিক মদিনা সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান রহ. এর জানাজা। এ উপলক্ষ্যে বায়তুল মোকাররম এলাকায় মানুষের ঢল নামে। লোকে লোকারণ্য হয়ে যায় জাতীয় মসজিদসহ আশপাশের সব রাস্তা।

জানাজা নামাজের আগে সংক্ষীপ্ত বক্তব্য রাখেন তার বড় ছেলে মুস্তাফা মঈনুদ্দীন খান। তিনি উপস্থিত মুসল্লি ও দেশবাসীর কাছে তার পিতার মাগফেরাত কামনা করেন। তার সংক্ষিপ্ত বক্তব্য শেষে বেলা ১টা ৩০ মিনিটে জানাজা শুরু হয়। ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মিজানুর রহমান।

জানা গেছে, কিছুক্ষণের মধ্যেই লাশ রওয়ানা হবে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় তাঁর নিজ বাড়ির উদ্দেশে। সেখানে মরহুমের ৩য় জানাজা সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। জানাজার পর তাঁকে সেখানেই পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে সকাল ১০ টায় ঢাকার গেন্ডারিয়াতে তার ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

[caption id="attachment_3824" align="alignnone" width="1280"]janaja5 ছবি : আমিন ইকবাল, আওয়ার ইসলাম ২৪ ডটকম[/caption]

মাসীক মদীনা সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান গতকাল (২৫.৬.১৬) বিকাল ৬ টা ১০ মিনিটে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

উল্লেখ্য, তার নামাজে জানাজায় ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি শরিক হন সর্বস্তরের আলেম ওলামা। জানাজা শেষে সবাই মরহুমের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

[caption id="attachment_3826" align="alignnone" width="1218"]janaja6 ছবি : আমিন ইকবাল, আওয়ার ইসলাম ২৪ ডটকম[/caption]

মাওলানা মুহিউদ্দীন খান রহ. একটি বয়ান

/এফএফ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ