বাহরাইনের শায়খ আহমদ তাহফীজুল মাদরাসার বার্ষিক কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন মাদরাসার পরিচালক মুফতি ওসমান সাদেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠতা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক শেখ মুহাম্মদ হানিফ। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
শেখ মুহাম্মদ হানিফ প্রতিযোগী ছাত্র ছাত্রীদের সহীহ শুদ্ধ কুরআন তেলাওয়াত, নামাজ ও পাক পবিত্রতার মাসাইল বর্ণনা এবং অর্থসহ মুখস্থ হাদীসের সুন্দর উপস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে মুফতি ওসমান সাদেক কুরআন শিক্ষার উপর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
উল্লেখ্য, মাদরাসাটিতে বাংলাদেশি ছাড়াও ইন্ডিয়া ও পাকিস্তানের শিক্ষার্থীরা রয়েছেন। বাহরাইনে এটি প্রথম দীনি প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশের সাড়া জাগানো নূরানি পদ্ধতিতে দীনিয়াত শিক্ষা দেয়া হয়।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর