আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মালয়েশিয়ার ইসলামিক ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ১৩ হাজার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ২০২ মিলিয়ন রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা) প্রদানের উদ্যোগ নিয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উপদেষ্টা 'আশরাফ ওজদী দুসুকী বলেন, পবিত্র রমজান এবং ঈদুল ফিতরের প্রয়োজনীয় কেনাকাটার জন্য মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের সহস্রাধিক দরিদ্র শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে।
তিনি বলেন, এই প্রকল্প গত ২২ জুন থেকে বাস্তবায়ন করা হচ্ছে। পবিত্র রমজান এবং ঈদুল ফিতরের প্রয়োজনীয় কেনাকাটার জন্য দরিদ্র শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করা হচ্ছে।
মালয়েশিয়ায় ঈদুল ফিতর শুধুমাত্র ধর্মীয় ও সম্প্রদায়িকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এই ঈদ সেদেশের জাতীয় উৎসব হিসেবে পালিত হয়েছে। এই দিনে সেদেশের বসবাসকৃত চিন ও ভারতসহ অন্যান্য দেশের অধিবাসীরা এবং সেদেশের অন্যান্য ধর্মের অনুসারীরা উৎসব পালন করে থাকে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মালয়েশিয়ায় বেশ কয়েক দিন সরকারি ছুটি থাকে। বিভিন্ন উৎসব অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে এবং এসকল অনুষ্ঠান এক মাস ব্যাপী অব্যাহত থাকে। -ইকনা
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর