মোস্তফা ওয়াদুদ : পবিত্র উমরা পালনের জন্য সৌদিআরব গেলেন শায়খুল হাদীস মাওলানা মোহাম্মদ ইসহাক। তিনি শায়খুল হাদীস আল্লামা জাকারিয়া রহ. এর বিশিষ্ট শাগরেদ ও জামিয়া মাহমুদিয়া ইসহাকিয়া মানিকনগর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদীস।
তিনি পবিত্র মক্কায় উমরা পালন করবেন। উমরা পালন শেষে রমজানের শেষ দশকে মসজিদে নববিতে এতেকাফ করবেন। এ সময় তার মুরশিদ আল্লামা নুর হোসাইন কাসেমীর সাথে মিলিত হবেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব হাফেজ বোরহান উদ্দীন।
তিনি আরো জানান, ঈদুল ফিতরের পর আল্লামা ইসহাক নুর হোসাইন কাসেমীর সাথে দেশে ফিরবেন। গত মঙ্গলবার ২১ জুন আল্লামা নূর হোসাইন কাসেমী উমরায় গেছেন।
২৩ জুন বেলা দুটায় মাওলানা ইসহাক জামিয়া মাহমুদিয়া ইসহাকিয়ার উস্তাদ-ছাত্র, এলাকাবাসী ও ভক্তবৃন্দের সাথে সংক্ষিপ্ত নসীহতমূলক কথা বলেন। এরপর তার ছেলে মগবাজার কলোনী মসজিদের খতীব মুফতি মুহাম্মদুল্লাহর সাথে শাহজালাল বিমান বন্দরের ইমিগ্রেশনে যান।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর