শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

ঝিনাইগাতীতে বণ্যহাতির তাণ্ডব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

FB_IMG_1466488860873মাকসুদুল আলম, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী গারো পাহাড়ের অভ্যন্তরে সম্প্রতি বণ্য হাতির দল তাণ্ডব চালিয়ে আসছে । হাতির ভয়ে আতংকে এলাকাবাসী। বাড়িঘর তছনছ করে ফসলাদি নষ্ট করে করে যাচ্ছে হাতির দলটি । পাহাড়ি জনগোষ্ঠীর নির্ঘুম রাত কাটচ্ছে। রাত জেগে পাহাড়া দিচ্ছে ফসলের মাঠ আর বাড়িঘর।

এলাকাবাসী জানান, ৩/৪ দিন ধরে বণ্যহাতির দল লোকালয়ে প্রবেশ করছে। অন্য কোন খাবার না থাকায় হাতির দল প্রকাশ্যে বাহির হয়ে জান মালের উপর হামলা চালিয়ে যাচ্ছে। ঢাক-ঢোল পিটিয়ে, আগুনের মশাল ও পটকা বাজিয়েও তাদের দৌড়ানো সম্ভব হচ্ছে না। এখন হাতি আর ভয় পায় না। বরং উল্টো ধাওয়া করে।

গতকাল রোববার সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত ব্যাপি হাতির দল হঠাৎ প্রবেশ করে বাকাকুড়া গুচ্ছ গ্রামে ও তাওয়াকুচায় ব্যাপক তাণ্ডব চালায়। এ সময় হাতির দল-ওই গ্রামের জমিতে সদ্য রোপনকৃত ফসল পা দিয়ে পিষিয়ে দিয়েছে। সেখান থেকে ধাওয়া খেয়ে তারা গজনির পাশ দিয়ে চলে গিয়ে অন্য গ্রামে আক্রমণ চালায়। ফলে কয়েক একর জমির ফসল বিনষ্ট করে ফেলে। প্রতিদিন রাতে পাহাড়ি এলাকায় আক্রমন করছে হাতির দল। হাতির দলকে ধাওয়া করে দৌড়ানোর চেষ্টা করলেও তারা যায় না। অবশেষে পটকার শব্দে ভোর রাতে তারা গভীর জঙ্গলে পালায়। এ অবস্থায় পাহাড়ি আধিবাসী হাতির আক্রমণের ভয়ে রাত জেগে বাড়িঘর ও ফসলের মাঠ পাহাড়া দিচ্ছেন।

বিনয়চন্দ্র কোচ জানায়, আমার একমাত্র সম্বল ১০ কাঠা জমি অনেক কষ্টে জমিটুকু আমন আবাদ করার জন্যে তৈরী করছি হাতির জন্যে ভয় হচ্ছে। হাতির দল অনেকের সর্বনাশ করে দিয়েছে। মাঠে পাকা ধান নেই। হাতি কেন আসবে? তবে মনে হয় পাহাড়ে হাতির খাবার নেই। তাই তারা খাবারের সন্ধানে তান্ডব চালিয়ে আবাদি জমির ফসল নষ্ট করছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ