শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই

কমিটি দ্বন্দ্বে মসজিদে তালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1466594661আওয়ার ইসলাম ডেস্ক : জয়পুরহাট পৌরসভার হাতিল ফকিরপাড়া মহল্লায় কমিটি নিয়ে দ্বন্দ্বের কারণে বুধবার ভোরে মসজিদে তালা দেয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ফলে মুসল্লিরা জোহরের নামাজ পড়েছেন মসজিদের বাইরে।

জানা যায়, হাতিল ফকিরপাড়া জামে মসজিদটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত। স্থানীয় মুসল্লিরা নামাজ পড়ে থাকেন এখানে। বর্তমানে কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন মাহবুব আলম গোলাপ ও সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন আজিজুল হক। এই কমিটি কোনো হিসাব-নিকাশ দেয় না, অভিযোগে কয়েকদিন আগে নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আকতার ফারুক বকুল সভাপতি ও মামুন ফকির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন। বর্তমানে পুরাতন কমিটি ও নতুন কমিটির মধ্যে টাকা-পয়সার হিসাব নিয়ে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এ নিয়ে গত শুক্রবার মসজিদে নামাজ শেষে গণ্ডগোলের একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতিও হয়েছে। এ ঘটনায় পুরাতন কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক বাদী হয়ে ১৩ জনের নামে থানায় একটি সাধারণ ডায়রি করেন। পুলিশ গত রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মসজিদে তালা লাগানোর বিষয়ে পুরাতন কমিটির সভাপতি মাহবুব আলম গোলাপ বলেন, মসজিদে তালা দেয়ার বিষয়টি আমি জানি না। তালা কেউ লাগিয়ে থাকলে সভাপতি হিসাবে আমি তার বিরুদ্বে ব্যবস্থা নেব। মসজিদে তালা লাগানার কারণে জাহাঙ্গীর আলম, আব্দুল লতিফ ফকির, শাহীন হোসেন, রাকিব হাসান, আব্দুল মাবুদ , নাঈম , আবজাল হোসেন জোহরের নামাজ মসজিদের বাইরে পড়েছেন বলে জানান। তারা অভিযোগ করেন, পুরাতন কমিটির লোকজন মসজিদে তালা দিয়েছে। মসজিদের মুয়াজ্জিন খলিলুর রহমান ফকির ভুল করে তালা দিয়েছেন বলে জানালেও দীর্ঘক্ষণেও তালা খোলা হলো না কেন! প্রশ্ন করলে কোনো উত্তর দিতে পারেননি।

কমিটি নিয়ে চলা দীর্ঘদিনের দ্বন্দ্বে ও মসজিদে তালা লাগানোর বিষয় নিয়ে যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে এমন আশঙ্কা করছেন এলাকাবাসী।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর /ওএস


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ