আওয়ার ইসলাম ডেস্ক : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন, সংসদ সদস্যরা প্লট ও ফ্ল্যাট দুটোই পাবেন বলে । আজ সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন।
আজ সোমবা বাজেট আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী সহজ শর্তে সাংসদদের ফ্ল্যাট নেওয়ার প্রস্তাব করে বলেন, রাজউকের অধীনে প্রায় এক লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে। সহজ শর্তে এসব অ্যাপার্টমেন্ট গ্রহণ করা যাবে। যেসব সংসদ সদস্য জমি চাইছেন, তাঁরা জমি না নিয়ে এই সুযোগ গ্রহণ করে অ্যাপার্টমেন্ট নিন।
তাঁর এই প্রস্তাবে নো নো বলে সমস্বরে প্রতিবাদ করে উপস্থিত সংসদ সদস্যরা প্লট দাবি করেন।
এ সময় মন্ত্রীকে কিছুক্ষণ চুপ থাকতে হয়। ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে আবার বক্তৃতা শুরু করে মন্ত্রী সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, প্রায় ২ হাজার ২০০ একর জমির ওপর নতুন প্রকল্প গ্রহণ করা হবে। চাইলে সাংসদেরা ফ্ল্যাট–প্লট দুটোই নিতে পারবেন।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ