উমায়ের আহমাদ : ঈদকে সামনে রেখে বিভিন্ন পোশাকের পাইকারি ব্যবসা জমে উঠেছে নরসিংদীসহ মাদবধীর বিভিন্ন বাজারে । উৎপাদিত পোশাক স্বল্প দামে বিক্রি করায় এই বাজারের দিকে আগ্রহ বেশি থাকে ব্যবসায়ীদের। তবে বিদেশী পোশাকের ভিড়ে দেশীয় পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ তাদের।
অন্যদিকে অপরিকল্পিত অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা হওয়ায় দুর্দশা কাটছে না মার্কেট সংশ্লিষ্টদের। নানা ডিজাইনের প্যান্টসহ বিভিন্ন পোশাকের পাইকারি মার্কেট হিসেবে ব্যবসায়ীদের কাছে পরিচিত নরসিংদীসহ মাদবধীর বাজার। আশপাশ কারখানা থেকেই তৈরি করা হয় এসব পোশাক। এতে উৎপাদন ব্যয় কম হওয়ায় তুলনামূলক কম দামেই বিক্রি হয়ে থাকে এসব পণ্য।
দেশের নানা প্রান্ত থেকে কম মূল্যে পোশাক কিনতে এ বাজারে আসেন ব্যবসায়ীরা। তবে সংকীর্ণ ও খাদে খন্দে ভরা রাস্তা হওয়ায় সর্বত্র ভোগান্তি পোহাতে হয় এ এলাকার মানুষদের। তবে সার্বিক অবকাঠামোর উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা ভাল করলে আগামীতে এলাকার ব্যবসার পরিধি আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে দেশে তৈরি পোশাকের গুণগত মান ভাল হলেও মার্কেটগুলোতে বিদেশী পোশাকের সয়লাব এ খাতের জন্য নেতিবাচক বলে জানান ব্যবসায়ীরা। স্বাধীনতার পর থেকেই নরসিংদীর বিভিন্ন স্থানে গড়ে উঠেছে এসব পোশাকশিল্প।