শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই

`শ্রমজীবী মানুষরা জুলুমের শিকার'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Sromik Andolan copyঢাকা : ইসলামী আন্দোলনের মুহতারাম প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, মিল-কারখানায় কাম্যমানের উৎপাদনের জন্য মালিক-শ্রমিকের সুসম্পর্কের বিকল্প নাই। তিনি বলেন, শ্রমিকগণ হলেন দেশের চালিকা শক্তি। অথচ রাষ্ট্রের সেই চালিকা শক্তি শ্রমজীবী মানুষ আজ নির্যাতিত-নিপীড়িত শোষিত-বঞ্চিত ও পদদলিত। শ্রমজীবী মানুষরা আজ জুলুমের শিকার। কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষকে কলুর বলদ হিসেবে ব্যবহার করে একটি মহল টাকার পাহাড় গড়ে তুলছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ইসলামী শ্রমিক আন্দোলন-এর উদ্যোগে রাজধানীর কাকরাইলস্থ হোটেল রাজমনি ঈশা খাঁয় ‘কাম্য মানের উৎপাদন-উন্নয়নের পূর্বশর্ত মালিক শ্রমিকের সুসম্পর্ক’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আশরাফ আলী আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, মাওলানা গাজী আতাউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুরর রহমান, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, শেখ ব্রাদার্স নেভিগেশন কোম্পানীর এমডি এস এম আবদুল জাব্বারসহ শিল্প মালিক, জাতীয় নেতৃবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ।

অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ হিন্দুদের সুরক্ষার জন্য ভারতের সহযোগিতা কামনা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বক্তব্যকে দেশবিরোধী হিসেবে আখ্যায়িত করে বলেন, এধরনের বক্তব্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তিনি বলেন, শিক্ষানীতি ও শিক্ষা আইন এর আলোকে প্রণীত পাঠ্যসূচি বহাল থাকলে আমাদের সন্তানরা হিন্দুত্ববাদে ধাবিত হবে। কাজেই ৯২ ভাগ মুসলমানের চিন্তা-চেতনাবিরোধী এই সিলেবাস বাতিল করে নতুন সিলেবাস প্রণয়ণ করতে হবে।
অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, শ্রেণি বৈষম্য দূর না হলে মালিক-শ্রমিকের সুসম্পর্ক কখনো গড়ে উঠবে না। আর মালিক-শ্রমিকের সুসম্পর্ক ছাড়া কাম্যমানের উৎপাদন সম্ভব নয়। এ লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলন মালিক-শ্রমিক সংঘর্ষ নয়, বরং সুসম্পর্ক স্থাপনের সেতুবন্ধনের কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন ও উৎপাদনের স্বার্থে মালিক-শ্রমিকের সমন্বিত উদ্যোগ গ্রহণ একান্ত প্রয়োজন। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই উৎপাদনের সকল ক্ষেত্রে একটি মৌলিক পরিবর্তন আনতে পারে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফের ডটকম /আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ