ডেস্ক রিপোর্ট : মিশরের টিভি চ্যানেল ‘আল-হায়াত’ এর ‘রমজান মাসের ফতোয়া’ নামের এক অনুষ্ঠানে জীবন বীমা করাকে হারাম বললেন দেশটির আলেম আল ফিল। তারিক নামের এক ব্যক্তি অনুষ্ঠানে জীবনবীমা হারাম, না হালাল জানতে চাইলে এ উত্তর দেন।
আল-ফিল বলেন, ‘বীমার অনেক প্রকারভেদ রয়েছে; কিছু আলেম সকল প্রকার বীমা'কে হারাম মনে করেন।
তিনি বলেন, কিছু আলেম আছেন যারা কয়েক ধরনের বীমাকে জায়েজ বলে গণ্য মনে করেন, যেমন: গাড়ির জন্য বীমা করা, যা বাধ্যতামূলক। অথচ কিছু অপশনাল বীমা রয়েছে, যেমন- জীবনবীমা বৈধ নয় এবং আমার মতে, জীবনবীমা সহকারে গাড়ির জন্য বীমা করাও বৈধ নয়!
সূত্র : ইকনা বার্তা সংস্থা, ইরান