শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

ঘরে ঘরে ইসলামি বই পৌঁছে দিচ্ছে কিতাবঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kitabgharমাহফুজ তানিম : বিশ্বব্যাপী ইসলামের অগ্রযাত্রা বেড়ে চলছে; এটা এখন অনস্বীকার্য সত্য। মানবিক ঔদার্যের ধর্ম ইসলাম সম্পর্কে একবিংশ শতাব্দীর আধুনিক মানুষের ক্রমবর্ধমান কৌতুহল প্রতিনিয়ত ইসলামচর্চায় নতুন দিগন্তের দ্বার উন্মোচন করছে। আর এই অগ্রযাত্রার পেছনে অসামান্য অবদান হলো ইসলামী পুস্তক ও প্রকাশনা জগতের। উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশেই বিগত এক দশকে ইসলামী গ্রন্থ ও সাহিত্যজগতে নীরব বিপ্লব সাধিত হয়েছে। কোরআন শরীফ,তাফসির-হাদিসগ্রন্থের অনুবাদসহ ইসলামী ঐতিহ্য ও জীবনব্যবস্থা বিষয়ক অসংখ্য মৌলিক গ্রন্থ রচিত হয়েছে এবং এখনও হচ্ছে। কিন্তু এতো বিপুল পরিমাণ গ্রন্থের সবগুলোই বিশুদ্ধ ইসলামি চেতনার প্রতিনিধিত্ব করছে না। ভিত্তিহীন অনির্ভরযোগ্য বইয়ের সংখ্যাও অনেক। এ বইগুলো পড়ে অনেক সরলমনা পাঠক ইসলাম সম্পর্কে বিভ্রান্তির শিকার হয়ে থাকেন। তাছাড়া আধুনিক মানুষের কর্মব্যস্ত জীবনযাপনের প্রতিযোগিতায় ইসলামি বইপাঠে সময় বরাদ্দ দেয়াও ক্রমশ কঠিন হয়ে পড়ছে। যারা ঢাকায় থাকেন, যানজটের দীর্ঘ ভোগান্তি সয়ে তাদের জন্য ইসলামি বই কিনতে যাওয়ার আগ্রহ অনাগ্রহে রূপ নেয়। আর ঢাকার বাইরে ধর্মীয় বইয়ের দুষ্প্রাপ্যতা ধর্মীয় জ্ঞানচর্চার বড় প্রতিবন্ধক। সারাদিনের প্রচণ্ড ব্যস্ততা সেরে দিন শেষে সবাই ইন্টারনেটেই স্বস্তি খোঁজেন। অনেক ইসলামপ্রেমী ইন্টারনেটে রক্ষিত ধর্মীয় তথ্য গ্রহণ করে বইপাঠের আগ্রহ মেটান। কিন্তু ইন্টারনেটভিত্তিক সব তথ্যাবলী অনেক সহজলভ্য বা বহুল প্রচারিত হলেও নির্ভরযোগ্য নয় ।

এতগুলো ভিন্ন ভিন্ন সমস্যার একক সমাধান প্রচেষ্টার অংশ হিসেবেই যাত্রা শুরু অনলাইনভিত্তিক বই বিক্রির ওয়েবসাইট কিতাবঘর ডটকমের ( www.kitabghor.com) । ঢাকার মিরপুরের একজন মানুষ বিশুদ্ধ ইসলামি আকীদাসংবলিত যে বইটি কিনতে পারছেন; সুদূর সন্দ্বীপের একজন সেই বইটি ঘরে বসেই পেয়ে যাচ্ছেন -এমন অভাবনীয় দৃশ্য প্রতিনিয়ত ঘটছে কিতাবঘর ডটকমের কল্যাণে। সর্বোচ্চ চল্লিশ টাকা খরচে দেশের যে কোন প্রান্তে সব ধরণের ইসলামি বই পৌঁছে দিতে বদ্ধপরিকর তারা।

কিতাবঘর ডটকমের অন্যতম উদ্যোক্তা মুফতি নুরুন্নবী তাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানান, 'বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তর মুসলিম দেশ। শতাব্দীর পর শতাব্দী এ দেশের মানুষ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ধর্ম পালন করে আসছে।কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে আমাদের দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে সঠিক ইসলামের শিক্ষা বা বই পৌঁছে না। ফলে জন্ম নেয় নানা কুসংস্কার ও অন্ধবিশ্বাস। এই সমস্যার সমাধানকল্পে আমরা কয়েকজন গড়ে তুলেছি কিতাবঘর ডটকম। এর মাধ্যমে আমরা দেশ বিদেশের নামকরা ইসলামি স্কলার ও প্রকাশনীর নির্ভরযোগ্য সব বিষয়ের ইসলামি বই দেশের যে কোন প্রান্তের পাঠকদের হাতে পৌঁছে দেই। অনলাইন অথবা মোবাইল ফোনে যুক্ত এমন সকলের কাছে কোরআন শরীফ ও অন্যান্য ইসলামী পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ আমরা ।   বই অর্ডার ও পছন্দসই বই বেছে নেয়ার জন্য রয়েছে চার সহস্রাধিক গ্রন্থতালিকা সমৃদ্ধ ওয়েবসাইট ও একটি কাস্টোমার কেয়ার নাম্বার (০১৭২১৯৯৯১১২) ।'

kitabghar3

কিতাবঘর ডটকমের ওয়েবসাইটে গেলেই তথ্যের সত্যতা বোঝা যায়। বেশ গোছালো ও পরিপাটি একটি ওয়েবসাইট এটা। সাইটে ঢুকলেই প্রথমে চোখে পড়বে বইয়ের বিষয়বস্তুর তালিকা। আল কোরআনের অনুবাদ ও তাফসির, বিষয়ভিত্তিক আয়াত, হাদীসগ্রন্থ, সীরাত, নামাজ-যাকাত, ইসলামী রাষ্ট্রনীতি ও রাজনীতি, সাহিত্যসহ শতাধিক বিষয়বস্তুর তালিকা। এ তালিকার অধীনে আছে দেশ বিদেশের নামীদামী লেখক ও প্রকাশনীর বই। তাছাড়া দেশের অভিজাত সকল প্রকাশনী যেমন-মাকতাবাতুল আশরাফ, ইসলামিয়া কুতুবখানা, মাকতাবাতুল আযহার, ইসলামিক ফাউন্ডেশন, মদীনা পাবলিকেশন্সসহ সকল প্রকাশনীরও আলাদা তালিকা আছে। এছাড়াও ইসলামি লেখক-গবেষক যেমন- ইমাম গাজালি, জালালুদ্দিন সুয়ুতি, ইবনে হাজার আসকালানি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, শাইখুল হাদীস যাকারিয়া কান্দলবি, আবুল হাসান আলী নদভি, মুফতি তাকি উসমানী ও বাংলাদেশের মাওলানা মুহিউদ্দীন খান, মাওলানা আবু তাহের মিসবাহ, মাওলানা আব্দুল মালেকসহ তিন সহস্রাধিক লেখকের আলাদা তালিকাও আছে। পাঠকের পছন্দসই বই সহজে বেছে নেয়ার জন্যই এসকল তালিকা দেয়া হয়েছে।

তবে গতানুগতিকতার বাইরে গিয়ে কিতাবঘরের অনন্য সংযোজন হলো, ক্রেতাদের সুবিধার্থে সকল বইয়ের সংক্ষিপ্ত রিভিউ দেয়া হয়েছে। তাছাড়া প্রতিটি বইয়ের সূচিপত্রের ছবিও যোগ করা হয়েছে। বিখ্যাত লেখকদের সংক্ষিপ্ত জীবনীও যুক্ত করা হয়েছে বইয়ের সাথে। এমনকি প্রতি সপ্তাহের বেশি বিক্রিত ও জনপ্রিয় বইয়ের তালিকাও স্থাপিত হয়েছে ওয়েবসাইটটিতে। মুফতি নুরুন্নবী জানান, 'আমরা ক্রেতাসাধারণের ক্রয়ের সুবিধার্থে এ সমস্ত অপশন এনেছি। ইসলামী বই সহজলভ্য করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ‘ইসলামী বইপ্রেমী পাঠকদের জন্য এখন আর দূরত্ব কোন প্রতিবন্ধক নয়’ বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই।   তাছাড়া মাহে রমজান উপলক্ষে কিতাবঘর ডটকমে চলছে বিশেষ ছাড়। মাত্র সাত শত পঞ্চাশ  টাকার বই কিনলেই শিপিং বা পরিবহণ খরচ ফ্রি। কিতাবঘরের মাধ্যমে আমরা লেখক-প্রকাশক ও পাঠকদের সেতুবন্ধন গড়তে চাই। তাই আমরা আমাদের ওয়েবসাইটে পাঠকদের মতামত দেয়ারও ব্যবস্থা রেখেছি। তারা বই সম্পর্কিত যাবতীয় মতামত আমাদের কাছে লিখতে পারেন।'

kitabghar2

তিনি আরও জানান, 'আমরা প্রত্যেকদিন অসংখ্য বই কিতাঘরে যুক্ত করছি। ভবিষ্যতে আমরা অন্যান্য ইসলামী সামগ্রী যেমন দেশি-বিদেশি আতর, জায়নামাজ, তাসবিহ, টুপি ইত্যাদি সরবরাহ করব। এক কথায়, আমরা চাই এদেশের আপামর জনগণ ইসলামকে জানুক, সঠিক ইসলামী জ্ঞান চর্চা করুক। '

উদ্যোক্তার এই আশা পূর্ণতা লাভ করুক, আমরাও এই কামনাই করছি। ইসলামের বর্ণিল আলোয় আলোকিত হোক আমাদের সমাজ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফের ডটকম /আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ