আন্তর্জাতিক ডেস্ক : ইরানের অর্থ আটকে দেয়ার প্রতিবাদে আমেরিকার বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে তেহরান। মামলায় আর্জিতে আমেরিকার কাছে আটক ২০০ কোটি ডলারসহ ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এ কথা জানিয়েছেন। তিনি বলেন, একদিন আগে মামলা করা হয়েছে এবং তার সরকার মামলার শেষ পর্যন্ত লড়াই করবে।
গত ২০ এপ্রিল আমেরিকার সুপ্রিম কোর্ট লেবাননে মার্কিন মেরিন সেনাদের ক্যাম্পে সংঘটিত বোমা হামলাসহ আরো কিছু হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার জন্য ইরানকে দায়ী করে ইরানের ২০০ কোটি ডলার জব্দ করার জন্য ওবামা প্রশাসনকে নির্দেশ দেয়। জব্দ করা ইরানি অর্থ ১৯৮৩ সালে লেবাননে মার্কিন মেরিন সেনাদের ক্যাম্পে সংঘটিত বোমা হামলায় নিহতদের পরিবার-পরিজনকে দিতে বলা হয়।
ইরান এসব হামলায় নিজের জড়িত থাকার কথা নাকচ করে আসছে।
সূত্র : রেডিও তেহরান
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ