আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে পানির সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল। ইসরাইলের পানি সরবরাহ কর্তৃপক্ষ পশ্চিম তীরের দুটি গুরুত্বপূর্ণ এলাকায় পানির লাইন কেটে দিয়েছে। প্রচণ্ড দাবদাহ ও পবিত্র রমাজান মাসের মধ্যেই কাজটি করলো জয়নবাদী রাষ্ট্রটি।
পানি সরবরাহ বন্ধ করে দেয়া এলাকাগুলো হচ্ছে- জেনিন পৌর এলাকা, নাবলুসের কয়েকটি গ্রাম এবং সালফিত শহরের আশাপাশের কয়েকটি এলাকা। এসব এলাকায় হাজার হাজার ফিলিস্তিনি তীব্র পানি সংকটে পড়েছেন।
ফিলিস্তিনি হাইড্রোলজি গ্রুপের নির্বাহী পরিচালক আয়মান রাবি জানিয়েছেন, কোনো কোনো এলাকায় লোকজন ৪০ দিন ধরে পানি পাচ্ছেন না। তিনি জানান, লোকজন পানি সরবরাহকারী ট্রাক অথবা ঝরনা কিংবা অন্য কোনো বিকল্প উৎস থেকে পানির চাহিদা মেটানোর চেষ্টা করছেন। পরিবার প্রতি গড়ে পানি পাচ্ছে দুই, তিন কিংবা দশ লিটার। জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রতিদিন একজন মানুষের জন্য অন্তত সাড়ে সাত লিটার খাবার পানির দরকার।
সূত্র : রেডিও তেহরান
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ