আওয়ার ইসলাম ডেস্ক : জাসদকে নিয়ে সৈয়দ আশরাফের দেয়া বক্তব্যকে ‘অনভিপ্রেত, দুঃখজনক ও অপ্রাসঙ্গিক’ বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তবে তিনি বলেন, আশরাফের মন্তব্যে ১৪ দলের ঐক্যে কোনো প্রভাব পড়বে বলে তিনি মনে করেন না।
গত সোমবার ছাত্রলীগের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ জাসদকে বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরিকারী দল আখ্যায়িত করে বলেন, জাসদ থেকে মন্ত্রী করায় আওয়ামী লীগকে আজীবন প্রায়শ্চিত্ত করতে হবে।
ওই বক্তব্যের দু’দিন পর আজ বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাসদ সভাপতি ও সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আমরা মনে করি এই সময়ে ১৪ দলের অভ্যন্তরে কোনো কাদা ছোড়াছুড়ি করা উচিত নয়। এটা ইতিহাস চর্চার সময় নয়। জঙ্গিবাদ সম্পূর্ণরূপে ধ্বংস করার সময়। জাসদ নিয়ে মন্তব্য অনভিপ্রেত, দুঃখজনক ও অপ্রাসঙ্গিক।’
ইনু বলেন, ‘পঁচাত্তরের পূর্বাপর ঘটনার বিশ্লেষণ করেই শেখ হাসিনা, আওয়ামী লীগ ও জাসদ ঐক্যের সিদ্ধান্ত নিয়েছে। তার ভিত্তিতে ১৪ দল গড়ে উঠেছে। এ ধরনের মন্তব্যে ঐক্য ও চলার পথ ক্ষতিগ্রস্ত হবে না।’
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ