সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

বিশ্বের বৃহত্তম কবরস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কবরওয়ালি খান রাজু : যতদূর চোখ যায়, কেবল সারি সারি কবর। কোনো কোনোটিতে সমাধিফলক, কোনো কোনোটিতে শিয়া আইকনও দেখা যায়। এটা হরো আস-সালাম ভ্যালি কবরস্থান। এটা হলো বিশ্বের বৃহত্তম কবরস্থান। ইরাকের নাজাফ প্রদেশে এর অবস্থান। আয়তন প্রায় ছয় বর্গ কিলোমিটার। ১৪ শ' বছর আগে প্রতিষ্ঠিত এই কবরস্থানে এর মধ্যেই ৫০ লাখ লোকের শেষ ঠিকানা হয়েছে।

বর্তমান ফালুজায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই চলছে ইরাক বাহিনী। আর তাই এই কবরস্থানের অধিবাসীর সংখ্যাও বাড়তে দেখা যাচ্ছে।

গোরখোদক হামিদ আল-ওয়াদ জানিয়েছেন, এখন তারা শতাধিক যোদ্ধার লাশ পাচ্ছেন। ফলে তাদের ব্যস্ততা বেড়ে গেছে অনেক। এই যুদ্ধে নিহতদের কেবল এই কবরস্থানে নয়, আশপাশের আরো কয়েকটি কবরস্থানেও দাফন করা হচ্ছে।

কবরস্থানটি শিয়াদের কাছে বিশেষ মর্যাদার জায়গা। হজরত আলীর (রা.) মাজারের কাছেই এর অবস্থান বলে অনেকেই এখানেই দাফনকে অগ্রাধিকার দিয়ে থাকেন। চাহিদা বেশি থাকায় এখানে দাফনের ব্যয়ও অনেক বেশি। ১৯৯১ সালে এখানে কারো কবর হতে হলে ৫০০ বর্গ ফুট জায়গার জন্য খরচ হতো প্রায় ১,৫০০ ডলার। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১০,০০০ ডলার।

বর্তমানে এখানকার যে কবরটিতে সবচেয়ে বেশি লোক জিয়ারত করেন, সেটি হলো গ্র্যান্ড আয়াতুল্লাহ মোহাম্মদ মোহাম্মদ সাদেক আল সদরের। বর্তমান ইরাকি শিয়া নেতা মুকতাদা আল সদরের বাবা তিনি। ১৯৯৯ সালে আততায়ীর হামলায় তিনি নিহত হন। সূত্র : মিডলইস্ট আই


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ