আন্তর্জাতিক ডেস্ক : সমকামী নাইটক্লাবে গোলাগুলির ঘটনার নিন্দা জানিয়েছে মুসলিম-আমেরিকান সম্পর্ক বিষয়ক পরিষদ। এই পরিষদটি আমেরিকায় মুসলমানদের অধিকার ও স্বার্থ দেখাশোনাকারী সর্ববৃহৎ সংস্থা।
পরিষদের প্রধান নিহাদ আওয়াদ গতকাল রবিবার স্থানীয় মুসলিম নেতৃবৃন্দ এবং বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এই ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, ‘এ ধরণের সন্ত্রাসী হামলার ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের দিন অনেক আগেই শেষ হয়ে গেছে।’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর মুসলিম বিরোধী হিসেবে পরিচিত রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সেদেশে মুসলমানদের প্রবেশে বাধা দেয়ার আহবান জানিয়েছিলেন। ধারণা করা হচ্ছে ট্রাম্প এই ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা নিতে চাইবেন।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ