ঢাকা : তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৭ম হিফযুল কুরআন এ্যাওয়ার্ড গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয়। এতে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠানসমূহ থেকে হিফজ সমাপনকারী ৩০৪ জন ছাত্র-ছাত্রীকে অ্যাওয়ার্ড প্রদান এবং তাদের অভিভাবককে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফাদিলাতুশ শায়খ সাইয়েদ কামালউদ্দীন আব্দুল্লাহ জাফরী। অনুষ্ঠানে বিশেষ মেহমানের বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাফেয ড. এ বি এম হিযবুল্লাহ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত প্রফেসর ড. হাসান মুহাম্মাদ মুঈনুদ্দীন, প্রফেসর মুফতী কাজী মুহাম্মদ ইবরাহীম, হুফফাযুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুহাম্মাদ আব্দুল হক, মোকামিয়ার পীর সাহেব শাহ মো. মাহমুদুল হাসান ফেরদৌস আল মাদানী, শর্ষীনার পীর সাহেব মো. আরিফ বিল্লাহ, মিসবাহুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল মুহাম্মাদ শাহজাহান আল মাদানী, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল ড. মুফতি আবু ইউসুফ খান, মাও. মোশাররফ হোসাইনসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম ও অন্যান্য অতিথিগণ।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর