আন্তর্জাতিক ডেস্ক : গ্রিস শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ফিলিস্তিনি আইন পরিষদ বা পিএলসি’র রাজনৈতিক দলগুলোর বৈঠকের সময় গ্রীসের ক্ষমতাসীন সিরিজা পার্টির নেতারা এ কথা জানিয়েছেন। গতকাল ১১ জুন অধিকৃত ফিলিস্তিনের রামাল্লায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
গত ডিসেম্বরে গ্রিক সংসদের বিশেষ অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার বিষয়ে একটি প্রস্তাব পাস হয়। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং গ্রিক প্রধানমন্ত্রী আলেক্সি সির্পাস এই বিশেষ অধিবেশনে উপস্থিত ছিলেন।
সূত্র : রেডিও তেহরান
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ