আওয়ার ইসলাম ডেস্ক: রাষ্ট্রধর্ম নিয়ে রিটকারীদের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হয়েছে। আজ রোববার সুরেশ্বর দরবার শরিফের খলিফা মুফতি মাসুম বিল্লাহ বাদী হয়ে এ মামলা করেন।
মামলার ছয় জন আসামি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিআর দত্ত, মাসিক সংস্কৃতির সম্পাদক বদরুদ্দিন ওমর, আইনজীবী সুব্রত চৌধুরী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর।
বাদী পক্ষের আইনজীবী পিকে আব্দুর রব জানান, ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদ বাদীর জবানবন্দি গ্রহণের পর পরে আদেশ দেবেন
বাংলাদেশ দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় প্রতিহিংসাবশত ইসলাম ধর্মে বিশ্বাসীদের ধর্মে অবমাননা করা এবং ২৯৮ ধারার ইসলাম ধর্মে বিশ্বাসীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
আবেদনে বলা হয়, আসামিরা সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার জন্য রিটে পক্ষভুক্ত হয়ে প্রতিহিংশাবশত ইসলাম ধর্মে বিশ্বাসীদের ধর্ম অবমাননা এবং ইসলাম ধর্মে বিশ্বাসীদের ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়েছেন।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ