আওয়ার ইসলাম ডেস্ক : সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়েখ আব্দুল আজিজ বিন বায বলেছেন, বারবার আদায় করলে ওমরার সওয়াব কমে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তিনি বলেন, কিছু মানুষ বারবার ওমরা আদায় করে অন্যদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
উল্লেখ্য, সৌদি আরবে এখন ওমরার মৌসুম চলছে। রমজানের শেষ দশ দিন ওমরায় আগত মানুষের ভিড় আরো বেড়ে যায়। ফলে মানুষের কষ্ট বেড়ে যায়। এতে করে নতুন ওমরাহকারীরা বিপাকে পড়েন। তারা পূর্ণাঙ্গ আহকামগুলো আদায় করতে পারেন না।
সূত্র: এক্সপ্রেস উর্দু
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ