ফয়জুল আল আমীন : দীর্ঘ নয় বছর বন্ধ থাকার পর পরিবর্তিত কূটনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের জন্য খুলে যাচ্ছে সৌদি আরবের শ্রমবাজারের দরজা। কিশেষ করে প্রধানমন্ত্রীর এবারের সফরে দেখা দিয়েছে নতুন আশা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌদি সরকারের পক্ষ থেকে পাঁচ লাখ জনশক্তি নেওয়ার কথা সরাসরি জানানো হয়েছে।
সূত্রমতে, সৌদি আরবের পক্ষ থেকে দক্ষ জনশক্তির বিষয়ে বিশেষ আগ্রহ দেখানো হলেও বড়সংখ্যক অদক্ষ শ্রমিকও সুযোগ পাবেন। আগামি দু-তিন মাসের মধ্যেই এ বিষয়ে একটি কাঠামো তৈরি করা হবে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো।
ঢাকা ও রিয়াদের একাধিক সূত্র জানায়, সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণে সফরে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মূল এজেন্ডাগুলোর মধ্যে ছিল বিনিয়োগ ও শ্রমবাজার। সৌদি সামরিক জোটে অংশগ্রহণসংক্রান্ত বাংলাদেশের সিদ্ধান্ত পাল্টে দিয়েছে সহযোগিতার চিত্র। এখন শ্রমবাজার, বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সব ইস্যুতেই ইতিবাচক আগ্রহ সৌদি সরকারের; যার প্রতিফলন পাওয়া গেছে বাদশাহ সালমানের সঙ্গে বৈঠকে। এরই ধারাবাহিকতায় সৌদি শ্রমমন্ত্রী মোফারেজ আল-হকুবানি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে পাঁচ লাখ শ্রমিক নেওয়ার আগ্রহ সরাসরি উপস্থাপন করেন।
যার প্রতিফলন পাওয়া গেছে বাদশাহ সালমানের সঙ্গে বৈঠকে। এরই ধারাবাহিকতায় সৌদি শ্রমমন্ত্রী মোফারেজ আল-হকুবানি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে পাঁচ লাখ শ্রমিক নেওয়ার আগ্রহ সরাসরি উপস্থাপন করেন।
জানা গেছে, বৈঠকে বাংলাদেশের শ্রমিকদের প্রশংসা করে সৌদি শ্রমমন্ত্রী বলেছেন, ৪২ হাজার নারীসহ যে ১২ লাখের বেশি বাংলাদেশি সৌদি আরবে কাজ করছেন, তাদের প্রায় সবার কাজই প্রশংসার যোগ্য। নিয়োগকর্তাদের কাছে তাদের বেশ সুনামও আছে। সৌদি মন্ত্রী বৈঠকে বলেছেন, ‘এবার সাধারণ শ্রমিক ছাড়াও বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষক নেওয়ার টার্গেট রাখা হয়েছে।’ এ সময় সৌদি মন্ত্রী অদক্ষ শ্রমিক ও গৃহকর্মী নিয়োগে খরচ বেশি হওয়ার বিষয় তুললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বচ্ছ ব্যবস্থাপনায় শ্রমিক নিয়োগের আহ্বান জানান। তিনি সৌদি শ্রমমন্ত্রীকে ঢাকায় প্রতিনিধি পাঠিয়ে সুনির্দিষ্ট কাঠামো গঠনের কথা বলার পাশাপাশি সৌদি আরবে মধ্যস্বত্বভোগীদের স্থান না দেওয়ার আহ্বান জানান। এ সময় সৌদি মন্ত্রী একে গুরুত্ব দিয়ে দেখার প্রতিশ্রুতি দেন। নারী কর্মীদের নিরাপত্তার বিষয়টিও অগ্রাধিকারে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর