সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

‘বন্দুকযুদ্ধে’ নিহত তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Amazing-Wallpapers1052 copyআওয়ার ইসলাম ডেস্ক : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রাজধানীতে দুইজন ও গাইবান্ধায় একজন নিহত হয়েছে। পুলিশের দাবি গাইবান্ধায় নিহত ব্যক্তি নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের জাহাঙ্গীরের বাড়ীতে কিছু জেএমবি সদস্য সংগঠিত হয়ে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে- এমন সংবাদে রাত একটার সেখানে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় জেএমবি সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উদ্দেশ্যে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা এক জেএমবি সদস্যের লাশ উদ্ধার করে। নিহতের লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গোবিন্দগঞ্জেই গত ২৫শে মে ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামানিককে কুপিয়ে হত্যা করা হয়েছিলো। পুলিশের ধারণা ঐ হত্যাকাণ্যের সাথে জঙ্গিরা জড়িত।
এদিকে ঢাকার রামপুরা ও তুরাগ এলাকায় পৃথক ঘটনায় দু’জন নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, রামপুরায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির নাম কামাল পারভেজ (৪২)। বুধবার বিকেলে তালতলা মাঠে গয়না ও টাকা লুট করার সময় একটি পিস্তল, একটি রিভলবার ও নয়টি গুলিসহ তাকে আটক করা হয়েছিল। র‌্যাবের দাবি, বুধবার রাতে কামাল পারভেজ নিয়ে পূর্ব রামপুরার তিতাস রোডের বালুর মাঠ এলাকায় অভিযানে গেলে তার সহযোগীরা র‌্যাবের দিকে গুলি ছোড়ে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় সহযোগীদের ছোড়া গুলিতে কামাল আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। কামালের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তুরাগ থানা এলাকায় নিহত ব্যাক্তির নাম জানা যায়নি। নিহত ব্যক্তি অজ্ঞান পার্টির দলনেতা বলে পুলিশ দাবি করেছে।
নিহত ব্যক্তির লাশ টঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে তিনি জানান।
এ নিয়ে গত এক সপ্তাহে অন্তত ছয়জন কথিত 'বন্দুকযুদ্ধে' নিহত হলো।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ