আওয়ার ইসলাম ডেস্ক : প্রশ্ন ফাঁস চক্রের নয়জনকে আটক করার দাবি করেছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান জানিয়েছেন জড়িতদের বক্তব্যে প্রশ্ন ফাঁসের সাথে সরকারি ছাপাখানা বিজি প্রেসের কর্মচারীরাও জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তবে তাদের ধরা যায়নি।
জানা গেছে বিজি প্রেসের একদল কর্মচারী প্রশ্ন ছাপানোর সময় তা দেখে দেখে মুখস্থ করে। পরে অন্যদের বলে বলে কম্পোজ করিয়ে প্রশ্নপত্র তৈরি করে।
বুধবার রাতে অভিযান চালিয়ে আটক করা নয়জনের মধ্যে কয়েকটি কোচিং সেন্টারের লোকজন আছে।
এদের কাছ থেকে এইচএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ে ভুয়া প্রশ্নপত্রও উদ্ধার করা হয়েছে।
বিকাশের মাধ্যমে টাকা নিয়ে ফেসবুকের মাধ্যমেও এরা এসব ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে থাকে।
সূত্র: বিবিসি
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ