মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ১২ ফাল্গুন ১৪৩১ ।। ২৬ শাবান ১৪৪৬

শিরোনাম :
প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমীর নতুন বই ‘ইসলামী অর্থনীতির মৌলিক ধারণা’ সহিহ বুখারী মুখস্থ করার বিরল কৃতিত্ব অর্জন চার কওমি শিক্ষার্থীর আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হতে হবে: মাওলানা জালালুদ্দীন আহমদ রমজানে সরকারি অফিস সময় ৯টা থেকে সাড়ে ৩টা আইন-শৃংখলা নিয়ন্ত্রণে ব্যর্থতা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান চরমোনাই পীর শৈলকুপায় বাংলাদেশ খেলাফত মজলিসের উমেদপুর ইউনিয়ন কমিটি গঠন মেলায় এসেছে আল্লামা তাকি উসমানীর গ্রন্থ ‘মুনাফিকের তরজমা’ মক্কা-মদিনায় ১০ রাকাত তারাবির সিদ্ধান্তে দেওবন্দের উদ্বেগ আজ রাতেই টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জমিয়ত ও এবি পার্টির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

সরকারের ব্যর্থতার দায় স্বীকার করলেন আসিফ নজরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ‘দেশের পরিবর্তিত পরিস্থিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালায় যোগদানের পূর্বে গণমাধ্যমের কাছে ব্রিফিংয়ে এই দায় স্বীকার করেছেন তিনি। 

এসময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার সুযোগ  নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নাই। তবে আমাদের চেষ্টা আছে এবং আত্ম-জিজ্ঞাসা আছে। ব্যর্থতা উত্তরণের জন্য আমাদের প্রচণ্ড চেষ্টা আছে, তাড়না আছে। প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে প্রচণ্ড চেষ্টা আছে।

তিনি আরও বলেন, আমরা একটা ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি; বিশেষ করে পুলিশ প্রশাসন ও বিচার বিভাগ। সেখান থেকে উঠে দাঁড়াতে আমাদের সময় লাগছে।
এছাড়া আওয়ামী লীগের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তির হাতে হাজার হাজার কোটি টাকা আছে, টাকা থাকলে এবং বদ মতলব থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা সম্ভব। সে বিষয়টিও দেখা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছেন এবং আমাদের কো-অর্ডিনেশন মিটিংয়েও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

চলমান বিচার পদ্ধতি নিয়ে আসিফ নজরুল বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, শক্ত প্রমাণ আছে তাদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। আর যারা নির্দোষ তাদের যেন অযথা হয়রানি করা না হয় সে বিষয়টিও সমন্বয় করে দেখার নির্দেশনা দেওয়া হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ