মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ১১ ফাল্গুন ১৪৩১ ।। ২৬ শাবান ১৪৪৬

শিরোনাম :
প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমীর নতুন বই ‘ইসলামী অর্থনীতির মৌলিক ধারণা’ সহিহ বুখারী মুখস্থ করার বিরল কৃতিত্ব অর্জন চার কওমি শিক্ষার্থীর আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হতে হবে: মাওলানা জালালুদ্দীন আহমদ রমজানে সরকারি অফিস সময় ৯টা থেকে সাড়ে ৩টা আইন-শৃংখলা নিয়ন্ত্রণে ব্যর্থতা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান চরমোনাই পীর শৈলকুপায় বাংলাদেশ খেলাফত মজলিসের উমেদপুর ইউনিয়ন কমিটি গঠন মেলায় এসেছে আল্লামা তাকি উসমানীর গ্রন্থ ‘মুনাফিকের তরজমা’ মক্কা-মদিনায় ১০ রাকাত তারাবির সিদ্ধান্তে দেওবন্দের উদ্বেগ আজ রাতেই টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জমিয়ত ও এবি পার্টির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

সহিহ বুখারী মুখস্থ করার বিরল কৃতিত্ব অর্জন চার কওমি শিক্ষার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নাঈমুর রহমান নাঈম ||

প্রামাণ্য হাদিসগ্রন্থ সহিহ বুখারী মুখস্থ করার বিরল কৃতিত্ব অর্জন করেছেন কওমি মাদরাসার চার শিক্ষার্থী।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত আল মারকাজুল ইসলামি বাগমুছা পানামনগর হিফজুল হাদিস বিভাগের ১৪৪৬ হিজরি / ২০২৫ ঈসায়ী শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তারা।

মাদরাসার শিক্ষক (মুশরিফ) মুফতি হাফিজ রিয়াজ বিন আবু তাহের আওয়ার ইসলামকে জানান, প্রতি বছর আল মারকাজুল ইসলামি বাগমুছার ‘হিফজুল হাদিস বিভাগ’ থেকে শিক্ষার্থীরা সহিহ বুখারী ও সহিহ মুসলিম হিফজ করে থাকেন। সেই ধারাবাহিকতায় এ বছরও চারজন শিক্ষার্থী এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ, নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে এই মহৎ কাজটি সম্পন্ন করে থাকেন। তাঁরা স্বতঃস্ফূর্তভাবে ৭,২৭৫টি হাদিস (তাকরার ছাড়া) মুখস্থ করার গৌরব অর্জন করেন।

সহিহ বুখারী মুখস্থকারী শিক্ষার্থীদের পরিচয়

১. হাসনাইন সারওয়ার
পিতা: জনাব আবদুল করিম
ঠিকানা: করিমগঞ্জ, কিশোরগঞ্জ

২. মাসউদুর রহমান
পিতা: জনাব তাজুল ইসলাম
ঠিকানা: মুক্তাগাছা, ময়মনসিংহ

৩. ফজলে রাব্বি
পিতা: জনাব ফখরুল ইসলাম বাবু
ঠিকানা: কবিরহাট, নোয়াখালী

৪. ওয়ালিদ হোসাইন
পিতা: জনাব শাহজাহান মিয়া
ঠিকানা: হাজীগঞ্জ, চাঁদপুর

শিক্ষক মুফতি হাফিজ রিয়াজের মতে, ‘এই সাফল্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষার ফল। তাদের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে‌ বলে মনে করি’।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ