মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ১১ ফাল্গুন ১৪৩১ ।। ২৬ শাবান ১৪৪৬

শিরোনাম :
প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমীর নতুন বই ‘ইসলামী অর্থনীতির মৌলিক ধারণা’ সহিহ বুখারী মুখস্থ করার বিরল কৃতিত্ব অর্জন চার কওমি শিক্ষার্থীর আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হতে হবে: মাওলানা জালালুদ্দীন আহমদ রমজানে সরকারি অফিস সময় ৯টা থেকে সাড়ে ৩টা আইন-শৃংখলা নিয়ন্ত্রণে ব্যর্থতা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান চরমোনাই পীর শৈলকুপায় বাংলাদেশ খেলাফত মজলিসের উমেদপুর ইউনিয়ন কমিটি গঠন মেলায় এসেছে আল্লামা তাকি উসমানীর গ্রন্থ ‘মুনাফিকের তরজমা’ মক্কা-মদিনায় ১০ রাকাত তারাবির সিদ্ধান্তে দেওবন্দের উদ্বেগ আজ রাতেই টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জমিয়ত ও এবি পার্টির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

জমিয়ত ও এবি পার্টির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও এবি পার্টির একটি দ্বিপাক্ষিক  বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত দেশের সার্বিক পরিস্থিতি ও আনুষাঙ্গিক বিষয়াদি নিয়ে উভয় দলের নেতৃবৃন্দ হৃদ্যতাপূর্ণ পরিবেশে খোলামেলা আলোচনা করেন।

রবিবার বিকেলে বৈঠকে পুরানা পল্টনস্থ জমিয়তের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন দলের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।

এবি পার্টির পক্ষ থেকে বৈঠকে  উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মঞ্জু, ভাইস চেয়ারম্যান লেঃ কর্ণেল হেলাল উদ্দিন অবঃ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আবু হেলাল ও প্রচার সম্পাদক রিপন মাহমূদ।

অপর দিকে জমিয়তের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী।

বৈঠকে উপস্থিত উভয় দলের নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় সংস্কার ও যৌক্তিক সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন- এ দু'টি বিষয়ের প্রতি সমান গুরুত্বারোপ করে বলেছেন, বিষয় দু'টির মধ্যে কোন বৈপরীত্য নেই। অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে গ্রহণযোগ্য সময়সীমার মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

নেতৃবৃন্দ আসন্ন মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃংখলা পরিস্থতির উন্নতি সাধন এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রতি সরকারকে কঠোর হওয়ার আহবান জানান।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ