ইসলামী শ্রমিক আন্দোলন-এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান বলেছেন, পরিবর্তিত পরিস্থিতির পর ফ্যাসিস্টদের দোসররা পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে বিভিন্ন্ন নামে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যে কোন কর্মকান্ড কঠোরহস্তে পূর্বের ন্যায় রুখে দাড়াবে দেশপ্রেমিক শ্রমিক-জনতা। তিনি বলেন, সরকার যায়, সরকার আসে কিন্তু শ্রমিক জনতার ভাগ্যের পরিবর্তন হয় না। শ্রমিক জনতার দুঃখ কষ্ট লাঘবে কেউ আন্তরিকতার পরিচয় দেয় না। আসলে ফ্যাসিষ্টদের পরাজয় হলেও ফ্যাসিবাদ বহাল তবিয়তে। এজন্য শ্রমিকদের কষ্ট লাঘবে শ্রমিকদেরকেই কাজ করতে হবে। তিনি বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিক-জনতার মুক্তি আসবে না। জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটানোর জন্য সাহসী ও জোরালো পদক্ষেপ নিলে জনতা সরকারের পাশে থাকবে। নতুন করে কোন ফ্যাসিবাদ তৈরি সুযোগ যাতে না পায় সে ব্যবস্থা করতে হবে। এজন্য রাষ্ট্র সংস্কার বেশি প্রয়োজন। সংষ্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি ফলপ্রসূ নির্বাচন সময়ের অনিবার্য দাবি।
গতকাল বিকেলে টাঙ্গাইল শহরের আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলাশা আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা সভাপতি আকমল হোসেন।
জেলা সভাপতি মুহাম্মদ শাহীনূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সম্মেলনে জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনে মোঃ শাহিনুর নূর ইসলামকে সভাপতি, আলহাজ্ব মজনু মিয়া ও মোঃ আমিনুল ইসলামকে সহ-সভাপতি, মোঃ বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক, সার্জেন্ট (অব.) আরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে টাঙ্গাইল জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়। পরে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।
আরএইচ/