মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৮ মাঘ ১৪৩১ ।। ১২ শাবান ১৪৪৬

শিরোনাম :
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: মির্জা ফখরুল স্টলে ইসলাম বিদ্বেষী তসলিমার বই রাখা নিয়ে বইমেলায় উত্তেজনা ঢাকায় হাসপাতালে আল্লামা সুলতান যওক নদভী প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক শুরু এজেন্সির গাফিলতিতে কেউ পবিত্র হজ করতে না পারলে ব্যবস্থা : ধর্ম উপদেষ্টা সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা সিলেট মহানগর জমিয়তের কমিটি ঘোষণা দ্বীনিয়াতের কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান: সংকট ও সমাধানের উপায় চ্যালেঞ্জ সামনে নিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা

সরকারের শর্ত না মানায় ইজতেমার মাঠ পায়নি সাদপন্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সাদপন্থীদের বাংলাদেশি কয়েকজন নেতা/ ফাইল ছবি।

|| হাসান আল মাহমুদ ||

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবার পর টঙ্গীর তুরাগ তীরের ময়দান গাজীপুর জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে তাবলীগের মূলধারা শূরায়ি নেজাম অনুসারীগণ। কিন্তু আজ শনিবার দিল্লির মাওলানা সাদের অনুসারীদের কাছে টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ হস্তান্তর করার কথা থাকলেও পায়নি তারা ইজতেমার মাঠ।   

এদিকে অভিযোগ ওঠেছে সাদপন্থীরা সরকারের দেয়া শর্ত না মানাতেই প্রশাসন তাদের মাঠ দিচ্ছে না এখনো। 

তাবলীগ জামাত বাংলাদেশের শূরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আওয়ার ইসলামকে জানান, আলহামদুলিল্লাহ! আমরা বৃহস্পতিবার সন্ধা ৬টায় প্রশাসনের কাছে ইজতেমা ময়দান হস্তান্তর করেছি। আজ সাদপন্থীদের প্রশাসন মাঠ বুঝিয়ে দেওয়ার কথা ছিল। এখন কী কারণে ইজতেমার মাঠ তারা পায়নি, জানি না। হয়তো তারা সরকারের শর্ত মানতে রাজি নয়। 

প্রসঙ্গত, টঙ্গী ময়দানে দিল্লির মাওলানা সাদের বাংলাদেশি অনুসারিদের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১৪, ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি। তবে এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শর্ত দেওয়া হয়েছিল, আগামী বছর থেকে টঙ্গী ময়দানে তারা ইজতেমা ও তাবলীগি কার্যক্রম করতে পারবেন না।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদ সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলীগি কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এ বছর দ্বিতীয় পর্বে শুধুমাত্র ১৪-১৬ ফেব্রুয়ারি সা'দপন্থীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন।

প্রজ্ঞাপনে বিশ্ব ইজতেমা-২০২৫ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিনটি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

১. তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের অনুসারীরা (মাওলানা মোহাম্মদ জুবায়ের) ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমা ৫ ফেব্রুয়ারি সম্পন্ন করে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।

২. তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা সা'দ সাহেবের অনুসারী)-এর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব তারা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।

তবে আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলীগি কার্যক্রম টঙ্গীস্থ ইজতেমা ময়দানে করতে পারবেন না। এই শর্ত পূরণ সাপেক্ষে শুধুমাত্র ১৪-১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ইজতেমা করতে পারবেন।

৩. আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ী নেজামের নিকট হস্তান্তর করা হবে।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ