মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৮ মাঘ ১৪৩১ ।। ১২ শাবান ১৪৪৬

শিরোনাম :
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: মির্জা ফখরুল স্টলে ইসলাম বিদ্বেষী তসলিমার বই রাখা নিয়ে বইমেলায় উত্তেজনা ঢাকায় হাসপাতালে আল্লামা সুলতান যওক নদভী প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক শুরু এজেন্সির গাফিলতিতে কেউ পবিত্র হজ করতে না পারলে ব্যবস্থা : ধর্ম উপদেষ্টা সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা সিলেট মহানগর জমিয়তের কমিটি ঘোষণা দ্বীনিয়াতের কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান: সংকট ও সমাধানের উপায় চ্যালেঞ্জ সামনে নিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা

চলমান পরিস্থিতিতে ইবনে শাইখুল হাদিসের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের চলমান পরিস্থিতি নিয়ে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ইবনে শাইখুল হাদিস। 
   
ওই বিবৃতিতে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, অভ্যুত্থান ও পরবর্তী সংগ্রামে বাংলাদেশের সর্বস্তরের জনতার অভূতপূর্ব অংশগ্রহণ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে নিয়ে এসেছে বাংলাদেশকে। ফ্যাসিবাদের প্রতিটি স্মৃতিচিহ্ন ও প্রতীকের বিরুদ্ধে দেশপ্রেমিক তরুণ প্রজন্মের মহাজাগরণ এক অবিস্মরণীয় বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছে। আগামীতে ফ্যাসিবাদমুক্ত দেশপ্রেমিক জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখার প্রতীক্ষায় আছি আমরা সবাই।

দেশবিরোধী অপশক্তি, তার দোসর ও পরিকল্পনাকারীরা বসে নেই উল্লেখ করে তিনি আরও বলেন, জনতার জাগরণের মোড় ঘুরিয়ে দিতে পারে যেকোনো মুহূর্তে। ইতিমধ্যে চিন্তাশীল মানুষের কপালে দুশ্চিন্তার রেখা পড়তে শুরু করেছে। আশঙ্কা হচ্ছে- চলমান আন্দোলনকে সহিংসতার রূপ দিয়ে ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনা করা হতে পারে। তাহলে দেশে-বিদেশে ভয়ঙ্কর চাপের মুখে পড়বে বাংলাদেশ।

বিবৃতিতে বলা হয়, রক্তখেকো হাসিনা সরকারের প্রাণ-হন্তারক বুলেটের সামনে বুক চিতিয়ে আত্মোৎসর্গকারী আবু সাঈদ-মুগ্ধদের রক্তস্নাত বিপ্লব পাড়ি দিয়ে বাংলাদেশ সফল অভ্যুত্থান ঘটিয়েছে, সেখানে পরাজিত অপশক্তির রক্ত ঝরেছে খুব মামুলি। আর এতেই বাংলাদেশের মানুষের ধৈর্য ও সহনশীলতার প্রমাণ পেয়েছে পৃথিবী। এতে হয়তো হতাশ হয়েছে দেশবিরোধী অপশক্তি। তবে হতাশ হলেও হাল ছাড়েনি তারা। আর তাই গভীর আশঙ্কা হচ্ছে যে, চলমান আন্দোলনে বিপ্লব বিরোধী অপশক্তি অনুপ্রবেশ করে একটি সহিংস পরিবেশ তৈরি করবে। এজন্য এখন সর্বাগ্রে প্রয়োজন সচেতনতা ও সহিংসতার বিরুদ্ধে সচেতন হয়ে রুখে দাঁড়ানো।

দেশের আলেম-ওলামা, ইসলামপ্রিয় জনতাসহ সকল দেশপ্রেমিক নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে আরও বলা হয়, কোনো অবস্থাতেই যেন সহিংসতা না ঘটে। মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত না হয়। পরিণামে ক্ষতিগ্রস্ত হবে বিপ্লব। ক্ষতিগ্রস্ত হবে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে উঠবার সম্ভাবনা। ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ।

এদিকে আজ শুক্রবার পবিত্র জুমাকে কেন্দ্র করেও অতিরিক্ত বিক্ষোভ কিংবা শোডাউনের কর্মসূচি কোনো দায়িত্বশীল মহলের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি বলে ওই বিবৃতিতে বলা হয়।

আরও বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ কিংবা বাংলাদেশ খেলাফত মজলিস অথবা অন্য কোনো দায়িত্বশীল মহল চলমান সহিংস আন্দোলনের পক্ষে নয়। এমন পরিস্থিতিতে দেশের সকল বিক্ষুব্ধ জনতা ও দেশপ্রেমিক জনগণকে যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার আহ্বান জানাচ্ছি ।

দেশের জনগণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা সকল দেশপ্রেমিক জনগণের অলঙ্ঘনীয় দায়িত্ব বলে বিবৃতিতে বলা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ