জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (০৯ ফেব্রুয়ারি) নগরীর মেট্রো ইন্টারন্যাশনাল হলে মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম এর পরিচালনা অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে উপস্থিত দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে মাওলানা মুখলিসুর রহমানকে সভাপতি, মাওলানা আব্দুল মালিক চৌধুরীকে সাধারণ সম্পাদক, মাওলানা আখতারুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক,মাওলানা শামিম আহমদকে প্রচার সম্পাদক,মাওলানা ওলি উল্লাহকে অর্থ সম্পাদক,মাওলানা লুৎফর রহমানকে যুব বিষয়ক সম্পাদক,ও আবুল খয়েরকে ছাত্র বিষয়ক সম্পাদক করে ২০২৫-২০২৭ সেশনের জন্য ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।
হাআমা/