|| হাসান আল মাহমুদ ||
রাজধানীর ধানমন্ডি-২ পপুলার হাসপাতালে ভর্তি আছেন আরবি সাহিত্যের কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব, সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহির স্নেহধন্য ও বিশিষ্ট খলিফা, রাবেতায়ে আদবে আলমে ইসলামী বাংলাদেশের ব্যুরো প্রধান, চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী।
আওয়ার ইসলামকে তথ্যটি নিশ্চিত করেছেন আল্লামা নদভীর খাদেম মুহাম্মাদ শাহেদুল ইসলাম।
তিনি জানান, গত বুধবার বার্ধ্যক্যজনিত অসুস্থতার কারণে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় আনা হয়। এরপর ধানমন্ডি-২ পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ হাসপাতালে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের হেড ডাক্তার এমন এন জামান-এর চিকিৎসাধীনে আছেন।
খাদেম আরও জানান, আল্লামা সুলতান যওক নদভীকে হাসপাতাল থেকে ছাড়িয়ে আনতে আগামী বৃহস্পতিবার লাগতে পারে। তবে, সবকিছু শারীরিক অবস্থার উপর নির্ভর করে বলেও উল্লেখ করেন খাদেম।
খাদেম বলেন, গত মে মাসের (২০২৪) ৫ তারিখে ফজরের নামাজের সময় মসজিদে যেতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান এবং হাড়ও ভেঙ্গে গিয়েছিল। তারপর অপারেশন হয়েছিল। এরপর শোয়া থেকে উঠতে পারেননি আর। এখন কথা বলতে পারেন। শোয়া থেকে ধরে তুলতে হয়। নিজে নিজে উঠতে পারেন না।
এদিকে আল্লামা সুলতান যওক নদভীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
হাআমা/