অমর একুশের বইমেলায় সব্যসাচী নামের একটি স্টলে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। পরে মেলার ১২৮ নম্বর স্টলটি বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় শতাব্দী ভব নামে একজনকে আটক করেছে পুলিশ। স্টলটির সামনে এখন শত শত যুবক ও উৎসুক জনতা জড়ো হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সব্যসাচী প্রকাশনীর স্টলে কেন তসলিমার বই রাখা হয়েছে একদল যুবক গিয়ে তার কারণ জানতে চায়। এসময় মালিক তাদের সঙ্গে কোনো কথা না বলে উল্টো ‘জয় বাংলা মুক্তি পাক, মৌলবাদ নিপাত যাক’ স্লোগান দেন। সেই সাথে কয়েকজনকে মারধরও করা হয়।
এ ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন, এ ঘটনায় শতাব্দী ভব নামে একজনকে আটক করা হয়েছে। তাকে আমরা থানায় নিয়ে যাব। তিনি যতটুকু অপরাধ করেছেন তার জন্য ততটুকু আইনে মামলা হবে।
পুলিশ কর্মকর্তা বলেন, আমরা সবাই চাইব এ ঘটনায় যেন কোনো কালিমা লেপন না হয়। একুশের বইমেলা আমাদের সকলের প্রাণের মেলা।
এ সময় সেখানে থাকা যুবকরা বলেন, আমাদের পুলিশের কাছে দাবি ছিল যে ব্যক্তি হামলা করেছে তাকে আটক করা। তারা তা করেছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
প্রসঙ্গত, বিতর্কিত ও ইসলাম বিদ্বেষী লেখিকা তসলিমা নাসরিন বিগত শতাব্দীর নব্বইয়ের দশকের মাঝামাঝিতে দেশ ছাড়তে বাধ্য হন। এরপর থেকে তিনি বিভিন্ন দেশে নির্বাসিত জীবনযাপন করছেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তিনি বিভিন্ন সময় ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে উসকানিমূলক লেখালেখি করেন। তার কয়েকটি বই সরকার বাজেয়াপ্তও করে। বিভিন্ন সময় তিনি দেশে ফেরার চেষ্টা করলেও কোনো সরকারই তাকে দেশে ফেরার অনুমতি দেয়নি।
হাআমা/