জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আজ বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৪টা থেকে এ সংলাপ শুরু হবে।
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় সভায় খেলাফত মজলিসের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করছেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-প্রচার ও তথ্য বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু গণমাধ্যমকে এসব তথ্য জানান।
বৃহস্পতিবার বিকেল ৪টায় বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘোষণা চূড়ান্ত করতে সর্বদলীয় সভায় ডেকেছেন। সব রাজনৈতিক দলকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ৩১ ডিসেম্বর শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের মাধ্যমে ‘বাহাত্তরের মুজিববাদী সংবিধানের কবর রচনা হবে’ এমন ঘোষণা দেওয়া হয়েছিল।
কেএল/