শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ।। ৩ মাঘ ১৪৩১ ।। ১৮ রজব ১৪৪৬

শিরোনাম :
স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি নির্যাতিত আলেম-ওলামা: হিন্দু মহাজোট মহাসচিব আজই যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেবে ইসরায়েল ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন পাবেন সরকারি ভাতা: অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ফতোয়া প্রতিযোগিতা ২২ জানুয়ারি পিআর (PR) পদ্ধতি ছাড়া নির্বাচন নয়: চরমোনাই পীর ‘৫৩ বছরে যারা দেশ শাসন করেছে তারা নতুন কোনো আশা দেখাতে পারবে না’ যারা সংস্কারে বাধা দিচ্ছেন তারা দীর্ঘ ১৬ বছর কোথায় ছিলেন? বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনুষ্ঠানিক কাজ শুরু সংরক্ষিত আসন মানি না, সরাসরি নির্বাচন করবে নারীরা: মুফতি ফয়জুল করীম ইমাম-মুয়াজ্জিনরা পাচ্ছেন ভাতা, কে কত? আওতায় আসবেন পুরোহিতরাও

পিআর (PR) পদ্ধতি ছাড়া নির্বাচন নয়: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পিআর (PR) পদ্ধতি ছাড়া নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

তিনি বলেন, যারা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, পিআর পদ্ধতির নির্বাচন পছন্দ করছেন না, জনগণ তাদের সাথে নাই। আমি বলব, এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে। আপনারা জরিপ করে দেখেন, আপনারা হয়তো মনে করেন, আপনারা অনেক বড় ‘তালগাছ’ হয়ে গেছেন।

‘আসলে আপনাদের পায়ের নিচে মাটি নেই, মাটি কিন্তু সরে গেছে। বাংলাদেশের মানুষ আর চাঁদাবাজদেরকে, জায়গা দখলকারীদেরকে, খুনিদেরকে ক্ষমতায় দেখতে চায় না।’

আজ ১৭ জুলাই (শুক্রবার) বাদ জুমা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর জাতীয় যুব কনভেনশনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই), নায়েবে আমীর মাওলানা আবদুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, কে এম আতিকুর রহমান, ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান।

কনভেনশনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারন সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার, মোকামীয়া দরবারের পীর মাওলানা মাহমুদুল হাসান ফেরদাউস, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান প্রমুখ।

মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষাধিক যুবকের অংশগ্রহনে ঐতিহাসিক যুব কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। যুগে যুগে ইসলামের পক্ষে সবচাইতে বেশি অবদান ছিল যুবসমাজের। তারাই নিজেদের জীবন উৎসর্গ করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বিগত ৫৪ বছর দেশ শাসন করেছে, দেশ ও জাতীকে দেয়ার মতো তাদের কাছে আর কিছুই নাই। দেশটাকে দূর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছে তারা, দেশের টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া বানিয়েছে। তারা এদেশের মানুষের আস্থা থেকে উঠে গেছে। তাদের আদর্শ নতুন করে দেখানোর কিছু নাই।

পীর সাহেব চরমোনাই অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা হাজারো জীবন ও রক্তের বিনিময়ে জনতার  সরকার হয়ে ক্ষমতায় এসেছেন। আপনাদের সাথে জনতার সেন্টিমেন্ট আছে। কিন্তু রহস্যজনক কারণে আপনাদের সংস্কারের গতি মন্থর। কাঙ্খিত সংস্কার না হলে নির্বাচন হতে দেয়া হবে না।

তিনি বলেন, যারা হাজার মায়ের কোল খালি করেছে, তাদেরকে নির্বাচনের জন্য আহ্বান করেছেন। আপনারা কিসের ইঙ্গিত দিচ্ছেন? এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, মুগ্ধের পানি পানি আওয়াজ এখনো কানে ভাসে, আবু সাইদের বুক টান করে দাঁড়িয়ে গুলিবিদ্ধ হওয়ার স্মৃতি এখনো চোখে ভাসে। আর আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন? নির্বাচনে তাদেরকে নিয়ে এসে ক্ষমতা দখল করবেন? ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে। আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে।

ভারত প্রসঙ্গে তিনি বলেন, আমাদের পাশে দেশ রয়েছে, নিয়ম ছিল বন্ধুত্বসুলভ আচরণ করবে। কিন্তু তাদের আচরণে বন্ধুত্ব পাই নাই। আর তাদের দোসরদেরকে খুশি করবেন? তাদেরকে নিয়ে আপনারা ক্ষমতা যাবেন? না। এটা কখনো হবে না। হতে দেওয়া যাবে না। পিআর সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে। আপনারা কেন চাচ্ছেন না? আপনাদের ভয় কোথায়?

তিনি আরও বলেন, পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের ভোটের অধিকার বাস্তবায়ন হবে। বাংলাদেশে জাতীয় সরকার হবে। আন্দোলন করার প্রয়োজন হলে আন্দোলন করব। আন্দোলন করে পিআর সিস্টেম নির্বাচন বাস্তবায়ন করব।

সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, যুবকরা যখন আত্মশুদ্ধি ও আল্লাহর পথে সংগ্রামের চেতনায় উজ্জিবীত হয়, তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। সকল লুটেরা, চরিত্রহীনদের বিরুদ্ধে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে।

শায়খে চরমোনাই বলেন, অতীতের সরকার সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে। তাই ধ্বংসস্তূপের উপরে কিছু হতে পারে না। যে কারণে সংস্কার করে নির্বাচন দিতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা আমরা চাই। কারো ইঙ্গিতে বিচার বিভাগ থাকতে হবে।

সংবিধান সংস্কার প্রস্তাবে ৫০৫ টি আসন রাখা হয়েছে। আমি মহিলাদের জন্য ১০০ সংরক্ষিত আসন চাই না। মহিলাদের জন্য কোন নির্দিষ্ট আসন চাই না। এক কক্ষ বা দ্বি-কক্ষ যাই হোক সকল নির্বাচন পিআর পদ্ধতির হতে হবে। অন্যথায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শীর্ষ নেতৃবৃন্দ মাঠে ছিলো অথচ অন্য দলের শীর্ষ নেতৃবৃন্দ মাঠে ছিলো না। বিএনপি নির্বাচনের পরে সংস্কারের কথা বলে ছাত্র জনতার অর্জনকে ধ্বংস করতে চাইছে। বাংলাদেশের মানুষ চাঁদাবাজি ও দুর্নীতি দেখতে চায় না। যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। তাঁদেরকে ক্ষমতায় আসতে দিবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সিন্ডিকেট ও দখলদারদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। ইসলামী হুকুমত কায়েম না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, প্রত্যেক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক থাকতে হবে। ইসলাম দেশ ও মানবতার বিরুদ্ধে কোন অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠলে তাদের বিরুদ্ধে যুব সমাজকে সোচ্চার হতে হবে।

সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষের মধ্যে কারা ভবিষ্যতে ক্ষমতার যাবে এটা নিয়ে বিভক্তি লক্ষ্যণীয়। কিন্তু পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের সহযোগী শক্তি কোনোভাবেই আসতে পারবে না। দেশের মানুষ মোটাদাগে দুই দলে বিভক্ত, একদল মানুষ দেশকে বারবার শাসন করা একটি দলের পক্ষে দূর্নীতি, দুঃশাসনবিরোধী দেশপ্রেমিক বিরাট অংশ ইসলামী শক্তির পক্ষে। সুতরাং ইসলামপন্থী সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই, আপনারা কেউ জনগণের এই প্রত্যাশা বিনষ্ট করবেন না। আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য হলে এই শক্তিকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।

হিন্দু মহাজোটের সভাপতি গোবিন্দ চন্দ্র প্রামানিক বলেন, স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন আলেম-ওলামারা। তাদেরকে সব সরকারের আমলেই বিভিন্ন ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়েছে। আর সংখ্যালঘুদের ওপর সবসময় ক্ষমতাশীনরাই নিপীড়ন চালিয়ে রাজনৈতিক হীন স্বার্থ হাসিলের পায়তারা করেছে। সুতরাং আমরা এবার এসকল ক্ষমতালীপ্সু দলের প্রতারণার ফাঁদে পা দিতে চাই না, আমরা দেশের আদর্শবান নেতা পীর সাহেব চরমোনাইর সাথে আছি। চব্বিশের বিপ্লবে নেতৃত্ব দিয়ে তিনি প্রমাণ করেছেন, তিনিই এদেশের প্রকৃত দেশপ্রেমিক নেতা।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন বলেন, আগামী জাতীয় নির্বাচন আনুপাতিক হারে (পিআর) নির্বাচন হতে হবে, নচেৎ আবারো বিপ্লব হবে।   ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সকল চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার আছে, কোনোভাবেই পতিত দূ্র্নীতিবাজকে ক্ষমতায় আসতে দেয়া হবে না।

তিনি আরো বলেন, আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষাধিক যুবকের উপস্থিতি প্রমান করে এদেশের যুবকরা দূর্নীতিবাজ, চোর, বাটপারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যের শেষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ২০২৫-২০২৬ সেশনের কমিটি ঘোষণা করেন:

সভাপতি, আতিকুর রহমান মুজাহিদ

সহ-সভাপতি, ইঞ্জিনিয়ার মারুফ শেখ

সেক্রেটারি জেনারেল, মুফতী মানসুর আহমদ সাকী

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ